আইনের প্রতি নেতাদের শ্রদ্ধা নেই বলেই পেট্রোল বোমা, সন্ত্রাস ও শিশু হত্যা করে দলের কর্মীরা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৭ আগস্ট, ২০১৫, ০৫:০৮:৩০ বিকাল



আইন ও বিচার ব্যবস্থার প্রতি বিএনপি নেতাদের বিন্দুমাত্র শ্রদ্ধা নেই । বিএনপি এদেশের জন্মকে সমর্থন করতে পারেনি। তাই এদেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি তাদের বিন্দুমাত্র আস্থা নেই।হাইকোর্টে খালেদা জিয়ার আপিল খারিজ হওয়ার পর বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয় আইন সবার জন্য সমান নয়। বিচার ব্যবস্থা এক পাক্ষের হয় কিভাবে? কোন যুক্তিতে বিএনপি বিচার ব্যবস্থাকে এক পক্ষের বলেছে? খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে তিমের টাকা আত্মসাৎ করেছেন। সেই মামলায় ৪৮ বার তারিখ পড়েছে, তিনি হাজিরা দিতে যাননি। এটা নজিরবিহীন ঘটনা। এরপরও কিভাবে তারা বলেন আইন এক পক্ষের? আসলে তাদের আইন, বিচার ব্যবস্থা, প্রশাসন, রাষ্ট্রের প্রতি আস্থা নেই। আর এ কারণেই তারা এমন অভিযোগ করেছেন। আসলে রায় তাদের পক্ষে গেলে সঠিক আর পক্ষে না গেলে ঠিক না। বাংলদেশের জন্মকে তারা সমর্থন করতে পারেনি বলেই আইন, বিচার ব্যবস্থার প্রতি আস্থা নেই। আর একটি কথা না বলে পারছিনা ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বেগম জিয়া জন্মদিন উদযাপন করা না করা যার যার ব্যক্তিগত ব্যাপার। এ দেশের হাজার বছরের আবহমান সংস্কৃতিতে আছে মানুষের প্রতি শ্রদ্ধা দেখিয়ে অনেকে অনেক উৎসবই পালন করেন না। খালেদা জিয়া ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন উদযাপন করে যে হীনমন্যতার পরিচয় দিয়েছেন সেটা তিনি আবার দেবেন কিনা এটা তার ব্যাপার। তবে আমরা আহ্বান জানাবো এমনটা আর না করার। ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না। আর তাই স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র করেছিলো। সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।’ জিয়াউর রহমান কখনও স্বাধীনতায় বিশ্বাস করেননি। তার নির্দেশেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো। জিয়া ক্ষমতায় গিয়ে গোলাম আযমকে দেশে ফিরিয়ে আনেন। আর শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়ে ছিলেন। আপনি (খালেদা) একাত্তরের পরাজিত শক্তির নির্দেশে আন্দোলনের নামে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছেন। সেজন্য দেশের মানুষ আপনাকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে।

বিষয়: বিবিধ

৮৭২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334321
০৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
হতভাগা লিখেছেন : মায়ের গর্ভে থাকা অবস্থায় যে শিশুটি গুলিবিদ্ধ হল এর জন্যও খালেদা জিয়া দায়ী ।

গাজায় ছোট ছোট শিশুদের মারা হয়েছে খালেদা জিয়ারই নির্দেশে । আইএস এর লিডও দিচ্ছে খালেদা জিয়া ।
334329
০৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
স্বপন২ লিখেছেন : ইগলের চোখ ,ব্যাটা তোর এখান থেকে যাওয়া উচিৎ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File