স্বপ্নের ফেরিওয়ালা যার স্বপ্ন ছিল বিশ্বকে বাসযোগ্য করার। তার প্রতি আমাদের সকলের বিনম্র শ্রদ্ধা
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৯ জুলাই, ২০১৫, ০৩:৫৭:০১ দুপুর
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নানা বয়সের নারী-পুরুষের কাছে তিনি ছিলেন পুরোপুরি একজন স্বপ্নবাজ মানুষ, স্বপ্নের ফেরিওয়ালা। খ্যাতিমান বিজ্ঞানী, রাষ্ট্রপতি ও শিক্ষক এপিজে আবদুল কালামের মৃত্যুতে নিকটজন হারানোর মতোই কষ্ট অনুভব করছে বিশ্ববাসী। বিশেষভাবে শোকার্ত তরুণ প্রজন্ম, যাদের কাছে তিনি স্বপ্ন দেখতে ও স্বপ্ন দেখাতে পছন্দ করতেন। খ্যাতিমান বিজ্ঞানী ও শিক্ষক এপিজে আবদুল কালামের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। এক স্বপ্ন সফল হলে শুরু হতো যার নতুন স্বপ্নবোনা। মৃত্যুকে আলিঙ্গন করার অল্প সময় আগেই তিনি বক্তব্য রাখছিলেন, মানুষের সৃষ্ট কারণগুলোই এ পৃথিবীকে বাসযোগ্য রাখার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। তিনি এ বিশ্বকে বাসযোগ্য করার জন্য আকুতি প্রকাশ করেছিলেন। এটাও তার স্বপ্ন ছিল। তিনি এক সাধারণ মৎস্যজীবী পরিবার থেকে শুরু করেছিলেন জীবনের পথচলা। স্কুলে পড়ার সময়েই রোজগারের তাগিদে পত্রিকা বিক্রি করতেন। এভাবেই কঠিনকে ভালোবেসে শিক্ষাজীবনের ধাপগুলো অতিক্রম করে চলেন তিনি। মেধা-মননে-সৃজনে নিজেকে প্রতিষ্ঠিত করেন ভারতের মিসাইলম্যান হিসেবে। মহাকাশ ও পরমাণু গবেষণায় অনন্য অবদানের জন্য স্বদেশ-বিদেশে পরিণত হন একজন পরম সম্মানিত ব্যক্তিত্বে, অভিষিক্ত হন বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশটির রাষ্ট্রপতি পদে। পাঁচ বছরের মেয়াদ শেষে ফের আত্মনিয়োগ করেন শিক্ষকতা ও জ্ঞান-বিজ্ঞানের কাজে। বাংলাদেশের তিনি ঘনিষ্ঠ বন্ধু ও হিতাকাঙখী ছিলেন। একাধিকবার এ দেশ সফর করেছেন, বাংলাদেশের মানুষকে তিনি অভিহিত করেছেন পরম সৌভাগ্যবান হিসেবে। কারণ তারা হচ্ছেন ওয়াটার পিপল। আমাদের তৈরি পোশাক শিল্প সম্পর্কেও তার ছিল মুগ্ধতা। ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বলেছিলেন, তোমাদের ধ্যান-ধারণা, চিন্তাভাবনা ও কাজের ওপর দেশের উন্নয়ন অনেকাংশে নির্ভর করছে, তারুণ্যের শক্তিমত্তার কথা মাথায় রেখে বাংলাদেশকে তার ব্যবহারে যথাযথ হতে হবে। এ পরামর্শ নিশ্চয়ই আমাদের রাষ্ট্র পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সবার বিবেচনায় রয়েছে এবং থাকবে। কেবল বাংলাদেশের জন্য নয়, তার এ ধারণা চিরকালীন এবং সব দেশের জন্যই প্রযোজ্য। পৃথিবীকে সবার জন্য বাসযোগ্য করে যেতে হলে এ শক্তিকেই রাখতে হবে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা।
বিষয়: বিবিধ
১০২২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন