বিএনপির সন্ত্রাস, জঙ্গিবাদের রাজনীতি, জ্বালাও-পোড়াও ও সিলেটে শিশু রাজন হত্যা একই সুত্রে গাঁথা
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৬ জুলাই, ২০১৫, ০৩:১৮:৩৪ দুপুর
ইতিহাস কথা বলে! কথায় বলে- “সত্য চিরদিন সত্যিই, তা কখনও লুকিয়ে রাখা যায় না”। তাইতো বলি শিশু রাজন হত্যার পরে হঠাৎ করেই রাজনীতির মাঠে বিএনপির এত লম্প-ঝম্প কেন? তারা কি তাদের পিছনের ক্যু-কৃর্তির ইতিহাস বেমালুম ভুলে গেছে, নাকি এখন সেগুলোকে পুঁজি করে নতুন করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। এ হত্যাকান্ড তো আজ নতুন নয়। এতো শুরু হয়েছে দেশের ইতিহাসে বর্বরোচিত নিকৃষ্ট একটি রাজনৈতিক দল বিএনপির আমল থেকেই। তারা যখন ক্ষমতায় ছিল তখন নির্বিচারে মানুষ হত্যা ছিল তাদের নিত্য-নৈমিত্তিক ঘটনা। ক্ষমতা হারানোর পরও দেশব্যাপী তাদের পৈশাচিক কর্মকান্ড অব্যাহত রেখেছে। ইচ্ছে হলেই কাউকে গুম করে রাখে, কাউকে হত্যা করে। আর এর দায় ক্ষমতাসীন সরকারের উপর চাপানোর চেষ্টায় মত্ত হয়ে পড়ে। কিন্তু বিধিবাম! এযাত্রাও তাদের সে ক্যু-কৃর্তির কথা প্রকাশ পেয়ে গেছে। সিলেটের অবোধ শিশু রাজনকে নৃশংসভাবে হত্যা করে দেশের রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলতে চেয়েছিল। কিন্তু সরকার তৎপর থাকায়, এবারও তারা তা পারলো না। এই তথ্য-প্রযুক্তির যুগে এখন আর কোন কিছুই লুকিয়ে রাখার কায়দা নেই। সন্দেহের তীর এখন সেই তথাকথিত রাজনৈতিক দলের নেতা-কর্মীদের দিকেই। কারণ তাদের সন্ত্রাস, মৌলবাদ ও জঙ্গিবাদের রাজনীতি, জ্বালাও-পোড়াও ও সম্প্রতি সিলেটে অবোধ শিশু রাজন হত্যা একই সুত্রে গাঁথা। রাজন হত্যা তাদের ঘটনারই পুনরাবৃতি মাত্র। ইতিমধ্যে বেশ কয়েকজন ধরা পড়েছে। অন্যদেরকেও ধরার চেষ্টা চলছে। আশা করছি শীঘ্রই রাঘোব বোয়ালরা বেরিয়ে আসবে। আমরা অবিলম্বে রাজন হত্যার সাথে জড়িত দানবদের সকলের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বিষয়: বিবিধ
৭৮৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন