শুধু দলের নয়, নিজের এবং ‘জিয়া পরিবারের’ রাজনৈতিক ভাগ্য নিয়েও ভাবনায় খোদ খালেদা জিয়া
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৩ জুলাই, ২০১৫, ০৩:২৪:৩৫ দুপুর
খালেদা জিয়া এখন আতঙ্কিত! নেতাকর্মীরা যেভাবে অনাস্থা ব্যক্ত করেছেন, তার নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তাতে বিএনপি ভেঙে যেতে পারে। বিএনপিতে ভাঙনের আশঙ্কায় ভুগছেন খালেদা জিয়া! গত কয়েকবছর ধরেই তার এই শঙ্কা কম-বেশি থাকলেও কিছু ঘটনায় সম্প্রতি এই ভীতি বহুগুণে বেড়েছে। এই শঙ্কার জন্য সরকারের পাশাপাশি নিজ দল-জোটের বেশ ক’জন শীর্ষ এবং মাঝারি নেতাদেরও সন্দেহের চোখে দেখছেন ২০ দল প্রধান। স্থায়ী কমিটির তিনজন সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান ও ড. আবদুল মঈন খানের ফাঁস হওয়া ফোনালাপেও বিএনপি জিয়ার আদর্শচ্যুত হওয়া নিয়ে মন্তব্যে খালেদা জিয়া উষ্মা প্রকাশ করেন| হরতাল-অবরোধের সময় পেট্রোল বোমা ছুঁড়ে এবং আগুন ধরিয়ে মানুষ হত্যাসহ নাশকতার বিচারে সরকারের বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনায় নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। শুধু দলের নয়, নিজের এবং ‘জিয়া পরিবারের’ রাজনৈতিক ভাগ্য নিয়েও ভাবনায় সাবেক এই প্রধানমন্ত্রী। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নিয়ে হয়রানি’র নেপথ্যে সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে, এমন সন্দেহে তিনি সৌদি আরব যাত্রা বাতিল করেন। দল ভাঙার আশঙ্কায় খালেদা জিয়া কোথাও যাচ্ছেন না।বিএনপি নেতারা শুধু সরকারের দিকে আঙ্গুল উঁচালেও দলীয় নেতাদেরই একটি অংশ দলের বিকল্প নেতৃত্ব নিয়ে দেশে-বিদেশে একাধিক দফায় নিজেদের মধ্যে কথাবার্তাও বলেছেন। তাদের আলোচনায় খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের সমালোচনাই প্রাধান্য পেয়েছে| এসব তাকে নতুন করে ভাবনায় ফেলেছে ।
বিষয়: বিবিধ
৯১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন