কৃষি উপকরণ সহায়তায় সরকার
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৭ এপ্রিল, ২০১৬, ০৫:১২:০৫ বিকাল
কৃষকদের বোঝা কমাতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার। আউশ ধান চাষে উৎসাহিত করতে প্রান্তিক কৃষকদের বিনা মূল্যে সার ও বীজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেচ খরচ বাবদ বিঘাপ্রতি ৪০০ টাকাও দেওয়া হবে। তিন পার্বত্য জেলাসহ ৫৪ জেলার দুই লাখ ৩১ হাজার ৩৬৩ জন প্রান্তিক কৃষকের একটি তালিকা করা হয়েছে। এক বিঘা জমির জন্য পাঁচ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি টিএসপি, ১০ কেজি এমপি সার এবং সেচ বাবদ ৪০০ টাকা দেওয়া হবে। সেচ খরচের টাকা সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে যাবে। একজন কৃষক বিঘাপ্রতি মোট ১২ হাজার ৩২ টাকার সহায়তা পাবে। বোরো ধানের চাষে বেশি পানি, সার ও বীজ লাগে। তাই আউশ ধানের চাষ বেশি করে করার জন্য কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে। প্রণোদনা নীতিমালা অনুযায়ী সার ও বীজ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয় থেকে নিতে হবে। প্রতি পাঁচজন কৃষকের একটি গ্রুপকে সার-বীজ দেওয়া হবে, যাতে বস্তা ভাঙতে না হয়। যেসব জেলায় আউশ উত্পাদন হয় সেসব জেলা এ প্রণোদনার আওতায় আসবে। প্রয়োজনীয় বীজ ও সার বিনা মূল্যে দেওয়া হবে। এ কর্মসূচি বাস্তবায়িত হলে ৭০ হাজার ৫৭৮ মেট্রিক টন উফশী এবং ১০ হাজার ৩৩ মেট্রিক টন নেরিকা ধান উত্পাদিত হবে। আউশ ধান চাষে পানি খরচ কম হয় বিধায় সরকার এর চাষে কৃষকদের উৎসাহ জোগাচ্ছে। অন্যদিকে পরিবেশের সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। প্রকৃত কৃষক যাতে প্রণোদনা বঞ্চিত না হয় সে জন্য ইউনিয়ন কৃষি পুনর্বাসন কমিটি পুনর্গঠন করা হয়েছে। প্রকৃত কৃষক লাভবান হবে এমনিই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
বিষয়: বিবিধ
৬০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন