সরকারের ঐকান্তিক প্রচেষ্টা ও লিয়াজোঁর কারণে হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন আরও ২০ হাজার বাংলাদেশী

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৪ জুলাই, ২০১৫, ০৪:৫১:৫২ বিকাল

সকল জল্পনা, কল্পনা ও জটিলতা কাটিয়ে অবশেষে আরও ২০ হাজার বাংলাদেশী হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। ইতোমধ্যেই সৌদি সরকারের মজলিসে শুরা (সংসদ) ওজারাতুল হজ (ধর্ম মন্ত্রণালয়) নীতিগতভাবে নির্ধারিত কোটার বাইরে ২০ হাজার বাংলাদেশী পাঠানোর ব্যাপারে নীতিগত সম্মতি দিয়েছেন। চূড়ান্ত অনুমোদনের জন্য ফাইলটি সৌদি বাদশাহর কাছে পাঠানো হয়েছে। তিনি ফাইলে স্বাক্ষর করলেই বাংলাদেশ থেকে নির্ধারিত ১ লাখ ১ হাজার ৭শ’ ৫৮ জনের অতিরিক্ত আরও ২০ হাজার বাংলাদেশী হজে যাওয়ার সুযোগ পাবেন। বাদশাহর দরবার থেকে এ ধরনের ফাইল নাকচ হওয়ার রেকর্ড নেই। ধর্ম মন্ত্রণালয়ের শীর্ষ দায়িত্বশীল কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টা ও লিয়াজোঁর কারণে এ সফলতা আসা সম্ভাবনা দেখা দিয়েছে। চলতি বছর সৌদি সরকার বাংলাদেশের জন্য ১ লাখ ১ হাজার ৭শ’ ৫৮ জন হজ যাত্রীর কোটা নির্ধারণ করে দেয়। তন্মধ্যে সরকারীভাবে ১০ হাজার ও বেসরকারীভাবে ৯১ হাজার ৭শ’ ৫৮ জন হজযাত্রী পাঠানোর অনুমতি পাওয়া যায়। কিন্তু চলতি বছর হজ গমনেচ্ছুক আবেদনকারীর সংখ্যা ১ লাখ ২৫ হাজার জনে দাঁড়ায়। আবেদনকারীদের সকলকে সুযোগ করে দিতে ধর্ম মন্ত্রণালয় নির্ধারিত কোটার বাইরে অতিরিক্ত ২৫ হাজার জনকে পাঠানোর অনুমতি দেয়ার সুপারিশ করলেও সৌদি সরকার তা বাতিল করে দেয়।গত মাসের দ্বিতীয় সপ্তাহে ধর্ম মন্ত্রণালয় থেকে একটি প্রতিনিধি দল সৌদি আরব যান। প্রতিনিধি দলের সদস্যরা সেখানে প্রথমে মজলিসে শুরার ডেপুটি স্পীকার ও পরে ধর্ম মন্ত্রণালয়ের শীর্ষ দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। আলোচনা শেষে মজলিসে শুরা ও ওজারাতুল হজ কর্মকর্তারা ২৫ হাজারের বদলে অতিরিক্ত আরও ২০ হাজার হজযাত্রী পাঠানোর ব্যাপারে ইতিবাচক সাড়া দেন। নিয়মানুসারে মজলিসে শুরা ও ধর্ম মন্ত্রণালয় কর্মকর্তারা তাদের সুপারিশ সংবলিত ফাইলটি সৌদি বাদশাহ্ কাছে উপস্থাপন করেন। এখন বাদশাহ ফাইলে স্বাক্ষর করলেই অতিরিক্ত ২০ হাজার বাংলাদেশী হজে যেতে পারবেন।

বিষয়: বিবিধ

৯৪০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328575
০৪ জুলাই ২০১৫ বিকাল ০৫:০৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হে মহাজন! সরকার মহোদয়কে একটু বলেন প্রাইভেট ভার্সিটির উপর থেকে ভ্যাটের সিদ্ধান্তটা প্রত্যাহার করতে নইলে আপনার স্টাটাস পড়ার জন্য বেঁচে থাকতে পারবোনা।
328577
০৪ জুলাই ২০১৫ বিকাল ০৫:১৬
ছালসাবিল লিখেছেন : ইশশশ সরকারের খেয়ে ব্লগিং কি মজজজজাজা Big Grin
328594
০৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:১৭
রক্তলাল লিখেছেন : ধুতিচাটা ভারতীয় দালালরা এখন হজ্ব বেচতেসে।

তাদের সভাপতি/নেত্রী বলে দেবি গজে করে আসে আর ফলন হয় -
তাদের সেক্রেটারী বলে সে হিন্দু বা মুসলিম না -
তাদের মন্ত্রী আমাদের নবি কে ডাকাত ডাকে -

এই জোচ্চোররা এখন হজৃকে অপমান করতেছে-

ধর এসব ধুতিচাটাদের!!!

328675
০৫ জুলাই ২০১৫ রাত ০২:৪৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এত টাকা নষ্ট করার কি মানে? ১,২০,০০০/=লোক সৌদি আরব গিয়ে এত টাকা
নষ্ট কেন করবে? (নাস্তিক লতিফের স্বপ্নটা সরকার বাস্তবায়ন করতে পারে)??

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File