আওয়ামী লীগের কাঁধে ভর করে পথ চলতে চায় জামায়াত

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৬ জুন, ২০১৫, ০৩:১৩:১৩ দুপুর



দেশজুড়ে জামায়াতে ইসলামীকে যখন নিষিদ্ধের দাবি জোরালো হচ্ছে, ঠিক সেই মুহূর্তে ক্ষমতাসীন আওয়ামী লীগের কাঁধে ভর করে পথ চলতে চাইছে জামায়াত। বিভিন্ন জেলায় দলে দলে আওয়ামী লীগে যোগ দিতে শুরু করেছেন জামায়াতের নেতারা। দল বদল হলেও নীতি-আদর্শ সহজেই পরিবর্তন হয়না। এরশাদ সরকারের সময়ও জাতীয় পার্টিতে জামাতের যোগদানের হিড়িক ছিল। এরপর বিএনপি যখন ক্ষমতায় আসে তখন জাতীয় পার্টির নেতারা বিএনপিতে যোগদান করেন। সুযোগ-সুবিধা নিতে তৃণমূলে জামায়াত-বিএনপির নেতারা আওয়ামী লীগে যোগদান করছেন। জামাত-শিবির কোন আদর্শবান রাজনৈতিক দল নয়, প্রতারক এবং মিথ্যাচারী চক্র, এদের ভিতর অন্য কোন চিন্তা ভাবনা নেই তো! কিছু দিন আগে যারা ছিলেন সন্ত্রাসী ভুমিকায় এখন তারা কিসের স্বার্থে নিরব? বিভিন্ন মামলা থেকে বাচার জন্য নতুন কোন পদ্ধতি গ্রহণ করে নাইতো ?

বিষয়: বিবিধ

৭৯৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327551
২৬ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : বর্তমানে বাংলাদেশে গনন্ত্রের কঠিন সুন্দর চর্চা চলছে আর জামাত দাবী করে তারাও গনতান্ত্রিক দল তাই কৌশলে হয়ত পরিবর্তন এনেছেন চল চল চল জয় বাংলা বল দেখ কত জল.... অনেক ধন্যবাদ ভালো লাগলো আপনার কঠিন সচেতনতা।
327561
২৬ জুন ২০১৫ রাত ০৮:১৪
রক্তলাল লিখেছেন : @মুনসী: চোরের ভাই বাটপার আপনে?

ভোদাই ঈগলের চোখে, জামাত খারাপ আর তোর কুত্তলীগের চরিত্র ফুলের মত পবিত্র।

শিয়ালের মুরগি নিরাপত্তা কেন্দ্র। ভারতের ধুতিচাটা চাপাতিলীগের জানোয়ারের কাছ থেকে ভালমন্দের সবক শুনতে হয়!! কলিকাল!

327584
২৭ জুন ২০১৫ রাত ১২:০৫
বার্তা কেন্দ্র লিখেছেন : ইন্ডিয়ার পা চাটা গোলামের দল। দালালি করার জায়গা পাওনা। নাস্তিক লীগে যোগদান করবে? অবৈধভাবে আর কতদিন থাকবি? শয়তানের দায়িত্ব ভালভাবে পালন কর..
327592
২৭ জুন ২০১৫ রাত ০১:২৯
খান জুলহাস লিখেছেন : জামাত-শিবিরের বিরোধীতা করতে গিয়ে নিজের অজ্ঞতাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে ঈগলের চোখে।

অজ্ঞতা কখনো জ্ঞানীকে সবক দিতে পারেনা। আর দিলে সেটা বদমাইসি ছাড়া আর কিছু নয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File