চীনের সহায়তায় আন্তঃদেশীয় দ্রুতগামী ট্রেন পরিসেবা চালু, বাংলাদেশের অর্থনীতিকে আরও মজবুত করবে
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৩ জুন, ২০১৫, ০৫:৩৩:১২ বিকাল
আন্তঃদেশীয় সিল্ক রুটের গ্রহণযোগ্যতা বাড়াতে চীনের কুনমিং থেকে কলকাতা পর্যন্ত দ্রুতগামী ট্রেন পরিসেবা চালু করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছে চীন। এই রুট চালু হলে মিয়ানমার এবং বাংলাদেশের মধ্য দিয়ে কলকাতায় পৌঁছাবে ট্রেন। ফলে চীন-মিয়ানমার-বাংলাদেশ-ভারত ঐতিহাসিক সিল্ক রুটের পরিসর আরো বৃদ্ধি পাবে। কুনমিংয়ে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া গ্রেটার মেকং সাবরিজিয়ন (জিএমএস)-এর এক বৈঠকেই এই রেল পরিসেবা চালু করার বিষয়ে প্রস্তাব রেখেছে চীন। বাংলাদেশ ভারত ও মিয়ানমার এতে সমর্থন দিয়েছে। বাংলাদেশ-চীন-ইন্ডিয়া-মিয়ানমার (বিসিআইএম) মাল্টি-মডেল করিডোর প্রকল্প উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ নিতে চলেছে চীন। চীনের ইউনান প্রভিন্সিয়াল প্রদেশ থেকে এ বিষয়ে জানা যায়, তারা এই রেল প্রকল্প চালুর পক্ষেই আছে। দ্রুতগামী এই করিডোর চালু হলে চীন ও ভারতের পাশাপাশি মিয়ানমার এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী হবে। এই প্রকল্পের জন্য অর্থ প্রদানের বিষয়ে আশ্বাস দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। চীন এই সিল্ক রুটের পরিসর বাড়ালে শুধু দক্ষিণ এশিয়াই নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ায় কানেক্টিভিটির ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।
বিষয়: বিবিধ
১৩৭২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন