২০১১ সালে ১৯শে জুন জেনারেল বিজয় কুমার সিং এর জাতীয় কুচকাওয়াজ পরিদর্শন কালে নবীন অফিসারদের মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে সহায়ক ভূমিকা পালন করছে

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৩ জুন, ২০১৫, ০৯:২২:২৪ রাত

১৯৯৮ সালে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান মরহুম জেনারেল মুস্তাফিজুর রহমান বীর বিক্রমকে ভারত সরকার ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যরেডে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে দুদেশের সৌহার্দ্য রক্ষায় ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিজয় কুমার সিং এর বাংলাদেশে আগমন। ১৯ শে জুন ২০১১ সালে ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিজয় কুমার সিং বাংলাদেশ মিলিটারি একাডেমী (বিএমএ)তে বাংলাদেশী ক্যডেটদের পাসিং আউট প্যরেডের প্রধান অতিথি হিসেবে পাঁচ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন। ভারতীয় এই সেনাপ্রধান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অবদান রেখেছেন, ফলে তিনি যদি নবীন অফিসারদের প্যারেড পরিদর্শনে নবীন অফিসারদের মধ্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে সহায়ক ভুমিকা পালন করেছেন তা বলার অপেক্ষা রাখে না। বলা বাহুল্য যে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক নেতারা নিজেদের অভিজ্ঞতা বিনিময় এবং সম্পর্কোন্নয়নের লক্ষে অন্যান্য দেশ সফর ও কুচকাওয়াজ পরিদর্শন করে থাকেন।

বিষয়: বিবিধ

৮৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File