বাংলাদেশ ও ভারত সেনাবাহিনীর কুচকাওয়াজে দু দেশের সেনা প্রধানের উপস্থিতি যেন এক সামরিক মেলবন্ধন
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১০ জুন, ২০১৫, ১১:১৭:২১ রাত
সু-স্বাগতম ভারতের সেনাপ্রধান দলবীর সিংকে। আগামী ১৬ জুন সকাল সোয়া ৮টায় চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-এর ৭২তম লং কোর্স এবং ৪৩তম স্পেশাল কোর্স-এর ক্যাডেটদের কমিশন প্রদান উপলক্ষে প্রেসিডেন্ট কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য। ১৯৯৮ সালে প্রথমবার বাংলাদেশের সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে দেরাদুনে ভারতীয় মিলিটারি একাডেমীর একটি ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং ২৫ ফেব্রুয়ারি ২০০৮ সালে দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের ভারত সফরের মতোই জেনারেল মইনের সফরকে লাল গালিচা সংবর্ধনা দেয় ভারত। এছাড়া ২৯ নভেম্বর ২০১১ সালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীন প্রধান অতিথি হিসেবে ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমীতে (এনডিএ) পাসিং আউট প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সরাসরি অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ ভারতের সেনাপ্রধানকে বিরল সম্মাননা জানানোর কারনেই বিএমএ-এর পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ সেনাবাহিনী ও ভারত সেনাবাহিনীর মধ্যে ঘনিষ্টতা ও প্রভাব বাড়াতেই দুদেশের সেনাবাহিনীর সেনাকর্তাদের এভাবে দাওয়াত গ্রহন করছেন। এ ধরনের সফর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে জোরালো ভূমিকা রাখবে বলে আশাবাদী বাংলার সুশীল জনতা।
বিষয়: বিবিধ
৮৯২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মনে হচ্ছে দেশটাকে সিকিম বানিয়েই আপনারা ক্ষ্যন্ত হবে।
মন্তব্য করতে লগইন করুন