সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা প্রার্থীদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্ত সরকারের

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৪ মে, ২০১৫, ০৫:৫৭:১৮ বিকাল

বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যারা ভাতা পাচ্ছেন তাদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মুক্তিযোদ্ধাদের ভাতাও দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মুক্তিযোদ্ধারা আগামী অর্থবছর থেকে দ্বিগুণ হারে ভাতা পাবেন। দেশে বর্তমানে প্রায় দুই লাখ মুক্তিযোদ্ধা মাসে পাঁচ হাজার টাকা করে সম্মানী ভাতা পাচ্ছেন। তাদের মধ্যে যারা দুস্থ বা যাদের বয়স বর্তমানে ৬৫ বছরের ওপরে তারা আগামী অর্থবছরের শুরু থেকে পাবেন মাসে ১০ হাজার টাকা করে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতের বিভিন্ন পর্যায়ে বিদ্যমান ভাতার পরিমাণ ঠিক রেখে উপকারভোগীর সংখ্যা আরো পাচ লাখ বাড়ানোরও চিন্তাভাবনা রয়েছে সরকারের। এ ছাড়া স্বামী পরিত্যক্ত বলে কথিতরা এখন থেকে সরকারি খাতায় পরিচিত হবেন নিগৃহীত নারী হিসেবে। মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা ও অতিদরিদ্রদের জন্য প্রদত্ত ভিজিডি প্রাপ্তদের সংখ্যাও ২০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় সরকার সামাজিক নিরাপত্তা খাতে অতিদরিদ্র মহিলাদের জন্য আরো কী কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়েও চিন্তাভাবনা করছে সরকার। সরকারের এ পদক্ষেপের ফলে সমাজের বিভিন্ন শ্রেণীর অবহেলিত জনগণ অনেকাংশে উপকৃত হবে বলে আশা করা যায়।

বিষয়: বিবিধ

৯৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File