ভুল, শুধুই কি ভুল? পাতায় পাতায় ভুল
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২২ মে, ২০১৫, ০৫:২০:৩৪ বিকাল
এবারের সিটি নির্বাচনের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে ভোট শুরুর ৪ ঘণ্টার মাথায় বিএনপির নির্বাচন বর্জন। অথচ শুরু থেকেই বিএনপি নেতারা বলে আসছিলেন, তারা কোনো অবস্থাতেই নির্বাচনের মাঠ ছেড়ে যাবেন না। নির্বাচনী প্রচারকালে বিএনপি নেত্রীর ওপর উপর্যুপরি ৩-৪ দিন হামলার সময় বেগম জিয়াসহ দলীয় নেতারা বলেছিলেন, সরকারের পায়ের তলায় মাটি নেই। পরাজয়ের ভয়ে ওরা পাগল হয়ে গেছে। নির্বাচনের আগে শেষ পর্যন্ত নির্বাচনে থাকার কথা বিএনপি নেতারা এত বেশি করে বলেছিলেন যে, তখনই সন্দেহ হয়েছিল, তারা কোনো অজুহাতে একটা সময় নির্বাচন ছেড়ে চলে যাবেন। শেষ পর্যন্ত বিএনপি তাই করল। বিএনপির সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন কি পূর্ব পরিকল্পিত? ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়ে বিএনপি যে ভুল করেছিল, ২৮ এপ্রিল সিটি নির্বাচন বর্জন করে বিএনপি কি আরেকটি বড় ভুল করল? আসলে ভুলে ভরা বিএনপির রাজনীতি। রাজনৈতিক পর্যবেক্ষক মহলে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। তাছাড়া নির্বাচন বর্জনের পরও বিএনপির মেয়র প্রার্থীরা যে পরিমাণ ভোট পেয়েছেন, তা থেকে প্রতীয়মান হচ্ছে যে, বিএনপি মাঝপথে নির্বাচন বর্জন না করলে ফলাফল অন্য রকমও হতে পারত। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, "মানুষের ভুল এমন সময় ধরে পড়ে যখন সংশোধনের উপায় থাকে না।" ভুলে ভুলে বিএনপির এমন এক অবস্থা যে, দলটি অন্ধকারের আস্তাকুড়ে নিমজ্জিত হতে চলেছে।
বিষয়: বিবিধ
৮৪৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সেই হিসাবে তোর কথার উল্টাটাই বিএনপি জামাতের মঙ্গল।
ভোদাই শিয়াল!
মন্তব্য করতে লগইন করুন