সরকারের শক্তি জনগণ। তাই কোনো অপশক্তি দেশের উন্নয়নকে রুখতে পারবে না
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২১ মে, ২০১৫, ০৩:১৭:৫২ দুপুর
যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি- তারা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বিদেশী শক্তির কাছে ধর্ণা দিচ্ছে। দেশের মানুষ মনে করছে তাদের এসব করে কোনো লাভ নেই, কারণ জনগণের শক্তি বড় শক্তি। আর বর্তমান সরকারের শক্তি হচ্ছে জনগণ, তাই কোনো অপশক্তি তাদেরকে রুখতে পারবে না। তাদের মনে রাখা উচিত যে, জীবন বাজি রেখে মাননীয় প্রধান মন্ত্রী এ দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন। দেশের উন্নয়ন করছেন। কিন্তু যারা ষড়যন্ত্রকারী- তারা উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একের পর এক ষড়যন্ত্র করছে। বিএনপি-জামায়াত রাজনীতি করে দেশের মানুষের স্বার্থে নয়, কারণ তাদের দোসর হচ্ছে স্বাধীনতা বিরোধী। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী বাহিনী তাদের যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা নিয়েই তারা এগুচ্ছে। আওয়ামীলীগও আন্দোলন করেছে। বিএনপি-জামায়াত সরকারের বিরুদ্ধেও করেছে, জিয়াউর রহমানের বিরুদ্ধেও করেছে। ইতিহাস স্বাক্ষী দিবে আওয়ামীলীগ কোনোদিন পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেনি। তারা কথায় কথায় আওয়ামীলীগকে বলে ভারতের দালাল। অথচ স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের পরে তারা আওয়ামীলীগকে অভিনন্দন না জানিয়ে ভারতকে জানিয়েছে। কিন্তু চুক্তি বাস্তবায়ন হয়েছে একমাত্র আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই, তাদের দূরদর্শী নেতৃত্বের জন্য। ভারত সরকার কোনো দলের স্বার্থে নয়, একটি দেশের স্বার্থে, সম্পর্কের স্বার্থে এই চুক্তি বাস্তবায়ন করেছে।
বিষয়: বিবিধ
৬৬৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন