সঙ্গীতশিল্পী কনার মতো আমরা হই না কেন ?

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৭ মে, ২০১৫, ০৪:৫৫:০১ বিকাল



গতকাল এক সাংস্কৃতিক সন্ধ্যায় জনপ্রিয় সঙ্গীত শিল্পী কনার গানের ষ্টেজ অনুষ্ঠান উপভোগ করছিলাম। অনুষ্ঠানের তৃতীয় শিল্পী হিসেবে প্রিয় শিল্পী কনা ষ্টেজে এসে সুন্দর বাংলা গেলেন। দর্শকরা আগের শিল্পীদের ন্যায় হিন্দী গানের জন্য অনুরোধ করলেও তিনি বাংলা গান ব্যতীত অন্য কোন গান গেতে অস্বীকৃতি জানান। অনুষ্ঠানে প্রায় জন পঞ্চাশেক ছোট্ট সোনামনিরা আর প্রায় চার হাজার দর্শক সপরিবারে অনুষ্ঠান উপভোগ করছিলেন। হিন্দী গানের অনুরোধ সবিনয় প্রত্যাখান করে কনা দর্শকদের উদ্দেশ্যে বললেন, এখানে প্রায় ৫০টি সোনামনি আছে। ওদের সামনে আমি শুধু বাংলা গান গেয়ে প্রিয় বাংলাদেশকে ভালবাসা শেখাতে চাই। কনার এ বক্তব্য শুনে মনে হলো আমরা তো সবাই কনার মতো ভাবলে আর দেশের জন্য করলে আমরাতো মালয়েশিয়া আর সিঙ্গাপুর হতে বিলম্ব হবে না। আমরা সবাই মিলে বাংলা ভাষায় বাংলাদেশকে ভালবাসলে দেশের পন্য ক্রয় করলে এবং বিদেশী পন্য বর্জন করলে, আগুনে পুড়িয়ে দেশের সম্পত্তি ধ্বংস না করলে দেশের উন্নতি হবে। আমরা সবাই ভাল থাকবো। আসুন আমরা সবাই মিলে নোংড়া রাজনীতির ঊর্ধ্বে থেকে দেশের উন্নতির জন্য কাজ করি। দেশের জন্য ভাবি। আমার দেশের রাঙ্গামাটি, কক্সবাজার, সিলেট, বান্দরবন, কাপ্তাই, সেন্টমার্টিন, খাগড়াছড়ির সাজেক, সুন্দরবন, কুয়াকাটা, রাঙ্গুনিয়া ক্যাবল কার, দোহাজারী সাফারী পার্ক, গাজীপুর সাফারী পার্ক থাকলেও দেশীয় কষ্টার্জিত মুদ্রা নষ্ট করে শুধুমাত্র দেশ প্রেমের অভাবে দেশে সুটিং না করে বিদেশে যাওয়ার বিলাসিতা করি। বাংলাদেশে অনেক উন্নত ও মান সম্পন্ন হওয়া সত্ত্বেও দেশী কাপড়, জুতা, পণ্য ব্যবহার করি না। আমরা সবাই দেশকে কিছু না দিলে দেশ এগুবে কিভাবে।

বিষয়: বিবিধ

৯৯৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320573
১৭ মে ২০১৫ বিকাল ০৫:০২
ব্লগার শঙ্খচিল লিখেছেন : একদম সত্য কথা......

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File