সরকারের নির্দেশে দ্বিতীয় দফায় আরও ১০ টন ত্রান-সামগ্রী নেপালে এবং ত্রাণ কাজে সহযোগিতার লক্ষে বিশ্বের যে কোনো দেশকে বাংলাদেশের বিমানবন্দর ব্যবহারের অনুমতি

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০২ মে, ২০১৫, ০৪:৩৯:৫০ বিকাল



নেপালের ত্রাণ কাজে যেকোনো দেশ বাংলাদেশের সব বিমানবন্দর ব্যবহার করতে পারবে। নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বৃহস্পতিবার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, নেপাল সরকার মঙ্গলবার জরুরি প্রয়োজনে বাংলাদেশের ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দলের সহায়তা চেয়েছিল। কিন্তু নানা কারণে এ দল নেপাল পৌঁছতে পারেনি। এখন নেপাল সরকার বলছে, তাদের ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের কোনো প্রয়োজন নেই।রাষ্ট্রদূত আরও বলেন, এ মুহূর্তে নেপাল ওষুধ, তাঁবু, কম্বল, শুকনো খাবার, খাবার পানি, ম্যাট্রেস প্রভৃতি চেয়েছে। এসব ত্রাণসামগ্রী নিয়ে শুক্রবার বাংলাদেশ বিমান বাহিনীর এয়ারক্রাফট কাঠমান্ডু আসছে। ভূমিকম্পে কাঠমান্ডুর সব ভবন কোনো না কোনোভাবে ভেঙেছে। বাংলাদেশ সরকার সব সময়ই নেপালের পাশে থাকবে। নেপালে ভূমিকম্পের পর পরই বাংলাদেশ বিমানে সি-১৩০ বিমানযোগে ১০ টন ওষুধ ও অন্যান্য ত্রাণসামগ্রী পাঠিয়েছে। ওই সময়ে যাওয়া ১৭ সদস্যের মেডিকেল টিম এখন নেপালে কাজ করছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল দেশের বাইরে কোনো উদ্ধার কার্যক্রমে অংশ নিতে যাচ্ছে। নেপালে সংঘটিত ভূমিকম্পে হতাহতদের উদ্ধারে বিশ্বের আরও অনেক দেশ এগিয়ে এসেছে। ইতিমধ্যেই আমাদের প্রধানমন্ত্রী বন্ধুপ্রতিম দেশ নেপালে ভূমিকম্পে ভবনধসে আটকেপড়া উদ্ধার কার্যক্রমে ও ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক বিশ্বের যে কোনো দেশ বাংলাদেশের এয়ারপোর্ট ব্যবহার করতে পারবে বলে ঘোষণা দিয়েছেন।

বিষয়: বিবিধ

৯৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File