নগর পিতা আনিসুল হক- সুস্বাগতম

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৯ এপ্রিল, ২০১৫, ০৭:৩২:১৪ সন্ধ্যা

শিক্ষিত সমাজ আনিসুল হককে চেনেন তিন দশক ধরে। টেলিভিশনের একজন অত্যন্ত সফল উপস্থাপক হিসাবে তার জনপ্রিয়তা ছিল ঈর্ষনীয়। ব্যবসায়ী সমাজে তার পরিচিতি আরো আগে থেকেই। এ দেশের ক্রমবর্ধমান পোষাক শিল্পের বিকাশে তার অবদান অভূতপূর্ব। যেখানে হাত দিয়েছেন সেখানেই শিখরে উঠেছেন। সাফল্যের সর্বশেষ সংযোজন- নগর পিতা হিসাবে সিটি কর্পোরেশন নির্বাচনে নিরংকুশ জয়লাভ। এখন কেবল শিক্ষিত সমাজ কিংবা ব্যবসায়ী মহলেই তার পরিচিতি সীমাবদ্ধ নেই, ঢাকা উত্তরের আম-জনতার কন্ঠে এখন একটাই নাম- আনিসুল হক। ঢাকা উত্তরের নগর পিতা। জীবনের পরতে পরতে তিনি যেভাবে সাফল্য পেয়েছেন, নগর পিতা হিসাবেও সেই একই ধারা অব্যাহত থাকবে, এটাই আমাদের কামনা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, স্বাধীনতার পর গত ৪৪ বছরে আনিসুল হকের মত এত যোগ্যতা সম্পন্ন, প্রতিভাবান, প্রথিতযশা কোন নগর পিতা আমাদের ছিলো না। সামর্থের পুরোটা নিংড়ে দিয়ে তিনি ঢাকা উত্তর-কে সাজাবেন পৃথিবীর শ্রেষ্ঠ রাজধানী হিসাবে। ঢাকা উত্তরের প্রথম নির্বাচিত মেয়র হিসাবে তিনি বেঁচে থাকবেন অনন্তকাল।

বিষয়: বিবিধ

৯৩৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317496
২৯ এপ্রিল ২০১৫ রাত ০৮:০৩
317497
২৯ এপ্রিল ২০১৫ রাত ০৮:১৬
খান জুলহাস লিখেছেন : ভোট চুরিতেও ব্যাপক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তিনি।
317521
২৯ এপ্রিল ২০১৫ রাত ১০:১৭
রক্তলাল লিখেছেন : নির্লজ্জ বেহায়া!

নিজের মনুষ্যত্ববোধ এতটুকুও নেই। নিজকে নিয়ে নিজেরা এত উপহাস করতে নিজেদের প্রতি করুণা হয়না ভাই?

কিসের জন্য নিজেকে এতো নিকৃষ্ঠ বানাচ্ছেন?

৩০ এপ্রিল ২০১৫ সকাল ০৬:০৭
258685

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : সারা দেশে লাগাতর হরতাল অবরোধ দিন।
317582
৩০ এপ্রিল ২০১৫ সকাল ১০:২৮
আল সাঈদ লিখেছেন : লজ্জাহীন মানুষ পুশুর সমতুল্য।
317593
৩০ এপ্রিল ২০১৫ সকাল ১১:৪৬
ইয়াফি লিখেছেন : এক ব্যক্তিসম্পন্ন লোক শেখ হাসিনার নষ্ট রাজনীতির সহজ শিকার হলেন! এখন তাকে আওয়ামী লীগের মিথ্যাবাদী, হঠকারী নেতাদের সাথে তাঁকেও মিথ্যা ও হঠকারিতায় পারঙ্গম হতে হচ্ছে। নষ্ট পথে পা বাড়ালেন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File