নির্বাচন বিধিমালা ভঙ্গ করে তাবিথ আউয়ালের পক্ষে ভোট কেনার সময় টাকা ও লিফলেটসহ পুলিশ কর্তৃক জব্দ তালিকার নমুনা, মামলা ও অপরাধীয়ের তালিকায় বিএনপি ও যুবদলের কর্মী

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৭ এপ্রিল, ২০১৫, ১০:০৭:৫৫ রাত



ঢাকার উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম-তিন সিটি করপোরেশনের ভোট গ্রহণ হবে কাল মঙ্গলবার। এই তিন সিটি এলাকায় নির্বাচনী প্রচার শেষ হয়েছে গতকাল রোববার মধ্যরাতে। আজ তিন সিটি এলাকায় সকল প্রকার নির্বাচনী প্রচার বন্ধ।

রাজধানীর মিরপুর ও শান্তিনগর এলাকা থেকে আজ সোমবার আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রদপ্রার্থীদের পক্ষে ভোট চেয়ে টাকা বিতরণ করছিলেন। এর আগে গতকাল রোববার রাতে রাজধানীর তিন এলাকা থেকে ভোটারদের মধ্যে ‘টাকা বিতরণ’ করার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা বিএনপি ও যুবদলের কর্মী।

রাজধানীর মিরপুরের পাইকপাড়ার আহম্মেদনগর এলাকা থেকে আজ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ভোট চেয়ে টাকা বিতরণ করছিলেন।

ছয়জনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন সারফিন আক্তার। সারফিন স্থানীয় নারী ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও বিএনপির নেত্রী রুনা আক্তারের মেয়ে। গ্রেপ্তারকৃতরা বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের টাকা দিচ্ছিলেন। এ সময় তাঁদের কাছে তিন লাখ টাকা পাওয়া গেছে।

এদিকে আজ বিকেল তিনটার দিকে রাজধানীর শান্তিনগর এলাকায় বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাস ও স্থানীয় নারী কাউন্সিলর পদপ্রার্থী আঞ্জুমান আরা বেগমের পক্ষে ভোটারদের ‘টাকা দেওয়ার সময়’ দুজনকে গ্রেপ্তার করেছে পল্টন থানা-পুলিশ। তাঁরা হলেন শান্তিনগর কাঁচাবাজার শাখা যুবদলের সভাপতি আবু সুফিয়ান ও জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্য আবু তালেব।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম প্রথম আলোকে জানান, আজ বিকেলে শান্তিনগর কাঁচাবাজার এলাকায় অর্থের বিনিময়ে ভোটারদের কাছ থেকে ভোট কেনার চেষ্টার সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছে ২৭ হাজার টাকা পাওয়া যায়।

see this link: http://www.prothom-alo.com/bangladesh/article/514081/%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E2%80%98%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC%E2%80%99-%E0%A6%86%E0%A6%9F%E0%A6%95-%E0%A6%9B%E0%A6%AF%E0%A6%BC

বিষয়: বিবিধ

৯৮১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317250
২৮ এপ্রিল ২০১৫ রাত ১২:৩৫
মুক্তআকাশ লিখেছেন : ভোদাই জনগণকে বানানো হয়। কিন্তু জনগণ ভোদাই হয় না। এটা মনে রাখতে হবে। পুলিশ যে আওয়ামী লীগকে গেপ্তার করবে না সেটা সবাই জানে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File