সিদ্ধান্ত নিতে হবে এখুনি, নির্বাচনে সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের পরাস্ত করুন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৭ এপ্রিল, ২০১৫, ০৩:৫৪:৩৮ দুপুর
আমরা কি পাকিস্তানের মতো বাংলাদেশেও জঙ্গিবাদীদের এমন আস্ফালন দেখতে চাই? যদি না চাই, তবে জঙ্গিবাদীদের মদদদাতা, আশ্রয়-প্রশ্রয়দাতাদের এখুনি প্রত্যাখ্যান করতে হবে। সিটি করপোরেশন নির্বাচনে জঙ্গিদের মদদদাতাদের ভোটের মাধ্যমে গণপ্রত্যাখ্যান জানাতে হবে। ঢাকা ও চট্টগ্রামের সিটি করপোরেশন নির্বাচনে আপনি ভোট দিয়ে শুধু মেয়র ও কমিশনার নির্বাচিত করবেন না; এই নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সিদ্ধান্তও আপনি প্রদান করবেন। সেই রাজনৈতিক সিদ্ধান্ত যদি জঙ্গিবাদীর মদদদাতা খাম্বাম্মার প্রার্থীদের পক্ষে যায়, তবে খাম্বাম্মা আবার দেশে নতুন উৎসাহ নিয়ে পেট্রলবোমা হাতে নেবে। সেই পেট্রলবোমায় দগ্ধ হবে আবার দেশের মানুষ। আর নির্যাতনের শিকার হবে আবারও বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা। আর খালেদার এই অর্বাচীন জঙ্গিবাদী কার্যক্রমের সুবিধা নেবে জঙ্গিবাদী জামাত-শিবির। এটি সহজ রাজনৈতিক সমীকরণ। খালেদা জিয়াকে যদি গণতান্ত্রিক রাজনীতিতে ফিরিয়ে আনতে হয়, তবে অবশ্যই খালেদাকে গণপ্রত্যাখ্যান করে ধাক্কা দিতে হবে। গত ৩ মাস খালেদাকে দেশের মানুষ গণপ্রত্যাখ্যান করে খালেদাকে পেট্রলবোমার সন্ত্রাস থেকে ফিরে আসতে বাধ্য করেছে। আবারও খালেদাকে সিটি করপোরেশন নির্বাচনে গণপ্রত্যাখ্যান জানানোর মাধ্যমে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার চূড়ান্ত ধাক্কা প্রদান করতে হবে। কিন্তু সিটি করপোরেশন নির্বাচনে যদি খালেদা জিয়ার মনোনীত প্রার্থীরা আপনার ভোট পায়, তবে খালেদা জিয়া পেট্রলবোমায় উৎসাহিত হবে; গণতান্ত্রিক রাজনীতির পথ ছেড়ে সন্ত্রাসের পথে আবার ফিরে যাবে। আমরা নিশ্চয়ই সেই সন্ত্রাসী অপরাজনীতি আর চাই না। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামাতের জঙ্গিবাদী কর্মকান্ডে অতীষ্ঠ ছিলাম আমরা। দেশ প্রায় জঙ্গিবাদী-তালেবানী রাষ্ট্রে পরিণত হয়েছিল। ঐ সময়ে কি আমরা আবার ফিরতে চাই? প্রতিটি নির্বাচন একটি রাজনৈতিক সিদ্ধান্ত প্রদান করে। সেই রাজনৈতিক সিদ্ধান্ত যাতে সন্ত্রাসী, জঙ্গিবাদীদের পক্ষে না যায়, সেই দায়িত্ব আপনার, আমার সবার। বিশেষ করে যারা নিজেদের সচেতন দাবি করেন, তাদের দায়িত্ব অনেক। সিদ্ধান্ত নিতে হবে এখুনি। নির্বাচনে সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের পরাস্ত করুন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন। বাংলাদেশের এগিয়ে যাওয়ার সাথে থাকুন।
বিষয়: বিবিধ
১১৩১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন