আবাদ বৃদ্ধির প্রতি সরকার বিশেষ নজর। দুই লাখ কৃষক প্রণোদনা পাবে ৩০ কোটি ২১ লাখ টাকা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৪ এপ্রিল, ২০১৫, ০২:৪৮:১৫ দুপুর



আউশ আবাদকে জনপ্রিয় করে তোলার জন্য কৃষকদের প্রণোদনা কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। আসন্ন আউশ মৌসুমে দেশের দুই লাখ ১০ হাজার কৃষককে আউশ ধান চাষের জন্য ৩০ কোটি ২১ লাখ টাকা প্রণোদনা দেবে সরকার। এবছর আউশে প্রণোদনা দেয়ার ক্ষেত্রে সম্প্রতি শিলা বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২১ জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও বরেন্দ্র এলাকা এবং দক্ষিণাঞ্চলের আউশ নির্ভর ১২ জেলাকে প্রণোদনার আওতায় রাখা হয়েছে। ইতোমধ্যে সরকারের কৃষি মঞ্জুরি খাতে বরাদ্দকৃত ৬৫ কোটি টাকা থেকে ৩০ কোটি ২১ লাখ টাকা জেলা প্রশাসকদের বরাবরে ছাড় করা হয়েছে। উফশী আউশের ক্ষেত্রে মাথা পিছু প্রণোদনা দেয়া হবে এক হাজার ৩৫০ হাজার টাকা এবং নেরিকা আবাদের ক্ষেত্রে এক হাজার ৯৭০ টাকার সার ও বীজ দেয়া হবে। এর মধ্যে উফশী ও নেরিকা চাষে উভয় ক্ষেতে সেচ সহায়তার জন্য জনপ্রতি ৪০০ টাকা করে দেয়া হবে। আউশ ধান হচ্ছে আমাদের প্রকৃতির সঙ্গে মানানসই স্বাভাবিক দানাদার ফসল। সামান্য সেচেই আউশ ধান উৎপাদন সম্ভব। আউশ উৎপাদনে খরচ কম। গম বা অন্য রবি ফসল কাটার পর জমি ফেলে না রেখে আউশ আবাদ করা যায়। এসব কারণে আবাদ বৃদ্ধির প্রতি সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

বিষয়: বিবিধ

৮৪৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316629
২৪ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০৫
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, এরখম লেখা দিলে কি টাকার ব্যাবস্থা আছে? আমারো দিতে মন চায়, কিন্তু টাকা নাপেলে কেমন কোরে দেই At Wits' End Day Dreaming
316642
২৪ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৪৬
রক্তলাল লিখেছেন : ৩০ লক্ষ কোটি টাকা যে হাসিনার পোলা জয় চুরি করতেছে ঐটাও বল, বেটা গর্দভ।

316666
২৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
শেখের পোলা লিখেছেন : রানা প্লাজার সাহায্যের টাকা কোথায়? আগে জানতে চাই৷
316690
২৪ এপ্রিল ২০১৫ রাত ০৮:২৯
আল সাঈদ লিখেছেন : মজা লইলেন মনে হয়। আলতু ফালতু লিখে মানুষের মজা লইয়েন না । মানুষের মন ভাল নেই। উপরের ভাইদের উত্তর দিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File