অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারকে পুনর্বাসন করতে ৪০ হাজার মুক্তিযোদ্ধার জন্য ফ্ল্যাট তৈরির সিদ্ধান্ত সরকারের
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৬ মার্চ, ২০১৫, ০৪:২৪:৪৬ বিকাল
৪৫তম স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের জন্য অন্তত দুটি মন ভালো করা খবর সৃষ্টি করেছে সরকার। একটি হলো মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য দেশের জেলা ও উপজেলা পর্যায়ে কোয়ার্টার নির্মাণ করা হবে। পাঁচতলাবিশিষ্ট এসব কোয়ার্টারে ৪০ হাজার ফ্ল্যাট থাকবে। একেকটি ফ্ল্যাটের আয়তন হবে ৯৫০ থেকে এক হাজার বর্গফুট। এসব ফ্ল্যাটে ৪০ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধার পরিবারকে পুনর্বাসন করা হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার আগামী অর্থবছরেই এ প্রকল্পের কাজ শুরুর পরিকল্পনা নিয়েছে। দ্বিতীয় খবরটি হলো- পৃথক আরেকটি প্রকল্পের মাধ্যমে দুই হাজার ৯৩৮ জন শহীদ মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। একই রকম নকশায় সব কবর সংরক্ষণ করা হবে। যেকোনো শহীদ মুক্তিযোদ্ধার কবর দেখলে মনে হবে সবুজ গালিচার বিছানা। আরামকেদারার আকৃতিতে ফুটে উঠবে জাতীয় পতাকার পরোক্ষ চিত্র। মার্বেল পাথরের মাঝে সবুজ ঘাসের সমন্বয়ে সংরক্ষণ করা হবে প্রতিটি কবর, যাতে চিরনিদ্রায় শায়িত থাকবেন দেশের বীর সন্তানরা আর মনে হবে- তাঁদের আগলে রেখেছে জাতীয় পতাকা, যে পতাকার জন্য অকাতরে জীবন বিসর্জন দিয়েছেন তাঁরা। এই প্রকল্পের আওতায় আগামী চার বছরে সারা দেশে ৪০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এই কোয়ার্টার নির্মিত হবে। ফ্ল্যাটগুলো সম্পূর্ণ বিনা মূল্যে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণ করা হবে। চিহ্নিতকরণ ও সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত দুই হাজার ৯৩৮ জন শহীদের কবর সংরক্ষণ করা হবে। বীর যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের মহান আত্মত্যাগের বিনিময়েই আজ দেশ স্বাধীন হয়েছে। সেই বীর যোদ্ধাদের কথা প্রজন্ম থেকে প্রজন্মর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই শহীদ মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এ উদ্যোগের ফলে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা আরও একধাপ এগিয়ে গেল।
বিষয়: বিবিধ
৭৯৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন