পোড়া গন্ধ কি এতই প্রিয়?

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২২ মার্চ, ২০১৫, ০৪:১২:০০ বিকাল



“মানুষ মানুষের জন্যে

জীবন জীবনের জন্যে

একটু সহানুভূতি কি পেতে পারে না ওগো বন্ধু”?

গান আমরা খুব পছন্দ করি, কিন্তু গানের কথা কি আমরা মনে রাখি? রাখি না -গান শুনার পর সব ভুলে যাই। আসলে আমাদের বিবোক নষ্ট হয়ে গিয়েছে, সহানুভুতির সুক্ষ তার গুলো ছিড়ে ছিন্ন-বিছিন্ন হয়ে গেছে। এখন আর সহানুভূতির কথা বা উপদেশ কোনটাই আর ভাল লাগে না। আসলে আমাদের এখন আর কারো প্রতি কোন শ্রদ্ধাবোধ জেগে উঠে না, শ্রদ্ধার কথাটা এখন বহন করতে পারছিনা। আর সেজন্যে আমরা কাউকে সম্মান করতে বা শ্রদ্ধা করতে ভুলে যাচ্ছি। ফলে কাউকে সহমর্মিতা বা সহানুভুতি এখন আর দেখাতে পারছি না। এগুলো মনে হয় সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে, যেমন “বিনয়” টা ও উঠে গেছে। সমাজ থেকে। আজ আমরা কেউ কাউকে তেমন মূল্যে দেই না, মনে করি ,নীজেই সব চেয়ে বড়, নীজেই সবচেয়ে ভাল বুঝি, নিজেই সবচেয়ে বড় জানি ,তাই কাউকেই আমরা আর বিনয়ের সাথে সম্মান দেখাই না। এমন কি রাষ্ট্রপ্রতি বা প্রধানমন্ত্রীর প্রতিও সেভাবে সম্মান দেখানো হয় না। তাই মনে হয় শ্রদ্ধাবোধ, সহানুভূতি, বিনয় ইত্যাদি কথাগুলো ক্রমে ক্রমে চলে যাচ্ছে। আজ দেখুন একটার পর একটা মানুষ পুড়ছে, মেডিকেলে কত মানুষ মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছে। চিৎকার করছে আর তাদের স্বজনদের আহাজারী শুনা যাচ্ছে। তবুও আমাদের মনে একটু বেদনা জাগছে না, আর সহানুভূতিতো দেখাচ্ছিই না। মনে হচ্ছে যারা আন্দোলনের নামে মানুষ পুড়াচ্ছে, তারা এই মানুষ পোড়ানোটাকে উপভোগ করছে। তাদের মনে কি একটুও সহানুভূতি জাগে না, একটুও দুঃখ হয় না স্বজনদের আহাজারী দেখে? তাহলে কি তাদের নেতারা/নেত্রীরা ও এই মরণ খেলা উপভোগ করছে? হায়রে নিয়তী যেখানে বাংলাদেশ এগিয়ে চলছিল, একটা সুন্দর উন্নয়নের গন্তব্যে, সেখানে আজ আমরা সব কিছুকে পিছিয়ে দিচ্ছি, আমরা দেশটাকে পিছনে ঠেলে দিচ্ছি। তাই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় “পোড়া গন্ধ কি তোমাদের এতই প্রিয়”? দেশটাকে তোমরা আর পুড়িওনা।

বিষয়: বিবিধ

৯৯৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310466
২২ মার্চ ২০১৫ বিকাল ০৪:৩১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খালেদা মানুষ হত্যায় বিশ্বাসী
310506
২২ মার্চ ২০১৫ রাত ০৮:১৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমি নরমালি রাজনৈতিক প্যাচালে জড়াই না। ব্লগার হয়েছেন, মানবিকতার প্রশ্ন তুলছেন সেটি যৌক্তিক কিন্তু এখানেও রাজনীতি করাটা হীন মানষিকতার। যা হচ্ছে তার জন্য দুদল সমানভাবে দায়ী। বিভিন্ন জায়গায় আগুন দিতে গিয়ে সরকারী দলের লোকেরা ধরা পরেছে সে ব্যাপারে কি বলবেন? সমস্যা আপনাদের মানষিকতায়, আপনারা যেসব দলের গোলামি করেন সেসব দলে সমস্যা। আর আপনারা যে গণতন্ত্রের জন্য মারেন-মরেন সে গণতন্ত্রেই প্রধান সমস্যা। কাজেই গাছের গোড়ায় হাত দেন আগায় হাত বুলিয়ে শান্তনার বাণি শোনানো ভন্ডামিই মনে হয়। demo-crazy and crazy parties and hypocrite supporters
310539
২২ মার্চ ২০১৫ রাত ১০:০৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া রক্তে ভেসে যাওয়া নিথর দেহগুলো কি আপনার চোখে পড়ে না? তখনি কি এই গানটা মনে পড়ে?
310545
২২ মার্চ ২০১৫ রাত ১০:১৭
হতভাগা লিখেছেন : গান পাউডারে পোড়া মানুষের গন্ধ আরও প্রিয় ।
জিন্দেগি .....জিন্দেগি ....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File