শিশু সৌরভ আর শর্মী সরকারের টিফিনের টাকায় শহীদ মিনার। রাজনীতিবিদরা দেশের জন্য আপনারাও ভাবুন

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:৫৩:৩৬ সন্ধ্যা

স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে মুন্সিগঞ্জ শহরের বাগমামুদালী গোয়ালপাড়া এলাকায় নিজ বাড়ীর উঠানে শহীদ মিনার নির্মাণ করেছে শিশু শিক্ষার্থী সৌরভ সরকার ও শর্মী সরকার। নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে ককসিট ও কাগজ। আর গাঁদা ফুল দিয়ে লেখা হয়েছে ২১ শে ফেব্রুয়ারি। ৮ম শ্রেণী পড়ুয়া ঐ দুই শিক্ষার্থীর এ ক্ষুদ্র প্রয়াসে ৫০ টাকা করে চাঁদা দিয়ে এক প্রানে মিলেছে তাদের স্কুলের কয়েকজন সহপাঠীও। এই শহীদ মিনারেই গতকাল শনিবার শহীদ দিবসের পুস্পাঘ্য অর্পণ করে ক্ষুদে শিক্ষার্থীরা। এই শিশুদের দেশ মাতৃকায় উদ্দুদ্ধ হল আর আমাদের রাজনীতিবিদরা আজ ৫০ দিন দেশ অবরুদ্ধ করে ৫০ লাখ এসএসসি শিক্ষার্থীদের ও ৫ লাখ কোমলমতি শিশুদের শিক্ষা জীবন বিপর্যস্ত করে ঘর ছাড়া হবার ভয়ে মহান ভাষা দিবসের দিনে শহীদ মিনারে যাননি। দেশের মানুষকে পুড়িয়ে কাদের জন্য রাজনীতি করেন রাজনীতিবিদরা। আমাদের মত সাধারণ মানুষের সাথে এ কোন নির্মম প্রহসন। আসুন ছোট্ট শিশুদের দেশ প্রেমের কাছে আমরা লজ্জিত হই।

বিষয়: বিবিধ

৯৭০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305649
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫৮
হতভাগা লিখেছেন : শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন মূর্তি পূঁজার শামিল ।

সৌরভ ও শর্মী সম্ভবত হিন্দু ধর্মাবলম্বী , তাদের ধর্মে এটা সাজে । তারা তো মূর্তপূঁজারী , সে অনুযায়ী আল্লাহর সাথে শিরক কারি এবং সেজন্য তারা জাহান্নামে চলে যাবে ।

কিন্তু কোন মুসলমানের উচিত নয় এরকম কিছু করা.

শুধু কোমলমতি শিশুরা নয় আজকাল অনেক বয়ষ্ক ও জ্ঞানী ব্যক্তিরাও মুসলমান হয়ে এই শিরকীয় কাজটি দিব্যি করে যাচ্ছে ।

পরকালে একজন মুসলমান হিসেবেই আমরা ট্রিটেড হবো । শহীদ মিনারে পুষ্পস্তবক বা স্মৃতিসৌধে শ্রদ্ধা অর্পনের কোন কথাই জিজ্ঞেস করা হবে না বরং এটা করলে শিরকের শাস্তি অবধারিত ।

তাই সংষ্কৃতি বা দেশের দোহাই দিয়ে ইসলাম বিরোধী কাজ জায়েজ করা যাবে না ।

ইসলামের সাথে সাংঘর্ষিক সব কিছুই আমাদের পরিহার করা উচিত ।
305661
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:০০
মোহাম্মদ লোকমান লিখেছেন : হতভাগা ভাই’র সাথে শতভাগ একমত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File