চোরাগুপ্তা হামলা গণতন্ত্রের আভিশাপ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:১৫:২৬ বিকাল



চোরাগুপ্ত হামলা করে কেউ কোন দিন দাবী আদায় করতে পারেনি। গনতন্ত্রের মূল ধারায় ফিরে আসতে হলে অবশ্যই শান্তিপূর্ণ সুশৃঙ্খল অন্দোলনে ফিরে আসতে হবে। দাবী আদায় মানে ক্ষমতা ফিরে পাওয়া নয়। মনে রাখতে হবে, আপনি আপনি দেশের মানুষের জন্য আন্দোলন করছেন। কিন্তু সে আন্দোলন যদি দেশের মানুষের ক্ষতি হয় সে আন্দোলনের কোন মানে হয় না। আপনি যখনই দেশ বা দেশের কথা চিন্তা করবেন তখনি ভাবতে হবে আপনি জনগণের প্রতিনিধি তাই দেশ বা দেশের কথা চিন্তা করে জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করবেন। যাতে দেশ বা দশের অধিকার আদায় হয়। দেশ বা দশের অধিকার আদায় মানে এই নয় দেশের সম্পদ বিনষ্ট করে দেশের জানমালের বিপর্যয় ঘটিয়ে কোন দিন গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়া যায় না। সাধারণ মানুষ তার জীবনের নিরাপত্তা চায়। তার নাগরিক অধিকার চায়, পরিত্রান চায় ধ্বংসযজ্ঞ থেকে।

বিষয়: বিবিধ

১০৭১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304646
১৫ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:২১
হতভাগা লিখেছেন : তবে ১৯৯১-১৯৯৬ এ ১৭৩ দিন হরতাল এবং ২০০১-২০০৬ পর্যন্ত ১৫০+ হরতাল এ মানুষের তথা দেশের অনেক উপকার হয়েছে ।
304662
১৫ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৪৭
মোতাহারুল ইসলাম লিখেছেন : গণতন্ত্র থাকলে গণতন্ত্রের অভিশাপের প্রশ্ন আসে। গণতন্ত্রের মত কুফরী পদ্ধতি প্রকৃতিগত ভাবেই অভিশপ্ত।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:০০
246470
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : সারা পৃথিবীতে গনতন্ত্রের জয়জয়াকার। অপর দিকে আপনার আল্লা এখন খেলাফত নিয়ে আইসিস এর ঘাড়ে চড়ে বসে আছেন।
304726
১৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:০৭
রক্তলাল লিখেছেন : শিয়াল বলে মুরগি যেন বেশী দৌড়াদৌড়ি করেনা এটা শান্তিপূর্ণ না।

ঈগলের বিষ্টাঃ তোর থেকে এসব শুনতে হবে? ভারতের ধুতি লেহনকারী - শিবলিংগ পুজা কর গিয়া।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File