১ জানুয়ারিতে সাড়ে ৪ কোটি শিশুর জন্য ৩৫ কোটির টাকার বই বিনামূল্যে বিতরণ করবে সরকার
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৩ ডিসেম্বর, ২০১৪, ০৪:১১:২০ বিকাল
বছরের প্রথম দিনেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে ৩৫ কোটি বই পৌঁছে দিবে সরকার। পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের বই পৌঁছে দেওয়ার বিষয়ে সব প্রস্তুতির শেষ পর্যায়ে উপনীত হয়েছে সরকার। ১ জানুয়ারি প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪ কোটি ৪৪ লাখ শিক্ষার্থীর কাছে ৩৫ কোটি নতুন বই পৌঁছে দেওয়া হবে। গতবছর ৩ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ১৭২ জন শিক্ষার্থীর মধ্যে ২৬ কোটি ১৮ লাখ ৯ হাজার ১০৬টি বই বিনামূল্যে বিতরণ করে সরকার। বছরের প্রথম দিনে বই বিতরণে উল্লাসিত হবে শিক্ষার্থীরা। বর্তমান সরকারের এই উদ্যোগে একদিকে যেমন সকল শিক্ষার্থী উপকৃত হবে তেমনি দেশে শিক্ষার হার আরও বৃদ্ধি পাবে।
বিষয়: বিবিধ
৯২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন