রাজধানীর পানির চাহিদার প্রেক্ষিতে বৃষ্টির পানি ধরে রাখার প্রকল্প হাতে সরকারের
লিখেছেন লিখেছেন মশা০০৭ ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৫৯:১৭ বিকাল
বহুতল ভবনের ছাদে বৃষ্টির পানি ধরে রাখার জন্য প্রকল্প হাতে নিয়েছে ঢাকা ওয়াসা। প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য আইডব্লিউএম নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা ওয়াসা দু’টি চুক্তি স্বাক্ষর করেছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে বৃষ্টির পানি ভূ-গর্ভস্থ জলাধারে পাঠানোর মাধ্যমে বছরে প্রায় ৯০ হাজার মিলিয়ন লিটার পানির চাহিদা মেটানো সম্ভব হবে। তাছাড়া ভূ-গর্ভস্থ পানি উত্তোলন অনেকাংশে কমে যাবে। এখান থেকে ঢাকা মহানগরীতে দৈনিক অতিরিক্ত ২শ’ মিলিয়ন লিটার পানি সরবরাহ দেয়া যাবে। ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের কারণে দিনে দিনে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। বর্তমানে ৭৮ ভাগ পানি ভূ-গর্ভ থেকে উত্তোলন করা হচ্ছে। এভাবে পানি উত্তোলন করলে ভবিষ্যতে ঢাকা মহানগীর মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে। ঢাকাকে ঝুঁকিমুক্ত রাখতেই সরকারের এমন পদক্ষেপ। মহানগরীতে যে পরিমাণ বহুতল ভবন রয়েছে, এ ভবনগুলোর ছাদে বৃষ্টির পানি ধরে রেখে দৈনন্দিন চাহিদার অনেকটাই মেটানো সম্ভব। ওয়াসা গভীর নলকূপের সাহায্যে ভূ-গর্ভস্থ উৎস থেকে পানি উত্তোলন করে যৌথভাবে জলাধারগুলো পর্যবেক্ষণ করবে। ঢাকাকে একটি উন্নত বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য ভূ-গর্ভস্থ পানির স্তর যথাযথভাবে বজায় রাখা জরুরী। ঢাকা ওয়াসা এবং আইডব্লিউএম যে দুটি ক্ষেত্রে কাজ করার উদ্যোগ নিয়েছে, তা সফল হলে ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার সম্ভবনা অনেকাংশে কমে যাবে। ঢাকা ওয়াসা ভূ-গর্ভস্থ উৎসের পরিবর্তে ক্রমেই ভূ-উপরিস্থ উৎস থেকে পানি সংগ্রহের উদ্দেশ্যে ৩টি মেগা প্রকল্প হাতে নিয়েছে। নগরীর ক্রমবর্ধমান পানির চাহিদার প্রেক্ষিতে বিজ্ঞানভিত্তিক ও পেশাদার গবেষণা এবং সমীক্ষা করেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে ঢাকা ওয়াসা এসব প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
বিষয়: বিবিধ
৭৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন