জিএসপির পুনর্বহালে অযথা যুক্তি তর্কের রাজনীতি না করে শর্ত পূরণে সর্বাত্মক চেষ্টা করাই কি শ্রেয় নয়?

লিখেছেন লিখেছেন মশা০০৭ ২৭ আগস্ট, ২০১৫, ০৩:৩৬:০৭ দুপুর



যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পুনর্বহাল নিয়ে বিতর্ক চলে আসছিল বেশ কিছুদিন ধরেই। সম্প্রতি ১২২টি দেশে যুক্তরাষ্ট্র জিএসপি পুনর্বহাল করলে বিতর্কটি আরও জোরদার হয়। ওই তালিকায় বাংলাদেশের নাম না থাকায় অনেকে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। সরকারের মন্ত্রী ও বিজিএমইএর নেতাদের দাবি, বাংলাদেশ তৈরি পোশাক কারখানায় কর্মপরিবেশ উন্নয়ন ও শ্রমিক স্বার্থরক্ষার শর্ত পুরোপুরি পূরণ করেছে। অতএব, জিএসপি পুনর্বহাল না করার যুক্তি নেই। অন্যদিকে, যুক্তরাষ্ট্র থেকে বলা হয়েছে, কর্মপরিবেশ কিছুটা উন্নত হলেও এখনো অনেক কিছু করার বাকি আছে। কিন্তু বাস্তবে বাংলাদেশের নাম থাকার কথা ছিল না, কারণ যেসব দেশে প্রক্রিয়াগত কারণে জিএসপি বাতিল হয়েছিল, সেসব দেশেই ফের নবায়ন করা হয়েছে। বাংলাদেশের জিএসপি বাতিল হয় রানা প্লাজা ধসের পর। বাংলাদেশের জিএসপি পাওয়ার বিষয়টি বিবেচনাধীন আছে এবং দুই পক্ষের মধ্যে আলোচনাও চলছে। তাই এ ব্যাপারে সমালোচনার আগে আত্মসমালোচনা জরুরি। এ ব্যর্থতার দায় একে অন্যের ওপর চাপানো হলে বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হবে বেশী। আর সরকারের উচিত হবে সেই আলোচনাকে যৌক্তিক পর্যায়ে নিয়ে যাওয়া। জিএসপি পুনর্বহাল হলে আর্থিকভাবে আমরা হয়তো খুব বেশি লাভবান হব না, কিন্তু বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। অতএব বিষয়টি নিয়ে অযথা রাজনীতি না করে শর্ত পূরণে সর্বাত্মক চেষ্টা করাই হবে বুদ্ধিমানের কাজ।

বিষয়: বিবিধ

৮৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File