ভারতের সেনা প্রধানের বাংলাদেশ সফর বাংলাদেশ ও ভারতের মধ্যে সামরিক সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে

লিখেছেন লিখেছেন মশা০০৭ ১৩ জুন, ২০১৫, ০৭:১৮:১৩ সন্ধ্যা



আসন্ন চট্টগ্রামের ভাটিয়ারীতে বিএমএ-এর লং কোর্সে ক্যাডেটদের কমিশন কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে ভারতীয় সেনাবাহিনীর প্রধান উপস্থিত থাকবেন। মুলত দু’দেশের সেনাবাহিনীর মধ্যে সুসম্পর্ক বাড়াতেই এই আমন্ত্রন। এই আমন্ত্রনকে আমরা স্বাগত জানাই। এটি আমাদের দেশের জন্যে একটি মাইলফলক হবে। পূর্বে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে ভারতীয় মিলিটারি একাডেমীর একটি শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। জেনারেল মোহাম্মদ আবদুল মুবীন প্রধান অতিথি হিসেবে ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমীতে (এনডিএ) পাসিং আউট প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। সেই দৃষ্টিকোন থেকে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ গনতান্ত্রিক রাষ্ট্রের সেনা প্রধানের এই সফর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়নে জোরালো ভূমিকা রাখবে এবং বিশ্বদরবারে বাংলাদেশকে আরও উন্নত মর্যদায় অধিষ্ঠিত করবে বলে আমরা আশাবাদী।

বিষয়: বিবিধ

৬৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File