ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর্যবেক্ষণে উন্নয়নমুখী এখন বাংলাদেশ। অথচ নিজ দেশের উন্নয়ন প্রচারনায় আমরা কেন সন্দিহান?
লিখেছেন লিখেছেন মশা০০৭ ০৯ জুন, ২০১৫, ০৬:৫৭:৩৩ সন্ধ্যা
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য দিয়ে আগামী দিনগুলোর জন্য যে মেসেজ দিয়ে গেছেন তা বর্তমান সরকার ও দেশের উৎসুক মহলকে নতুন উদ্দীপনায় টেনে নিয়েছে। অর্থনৈতিক উন্নয়ন, সমাজনীতি, আঞ্চলিক ও বিশ্ব রাজনীতি, মৌলবাদ, জঙ্গীবাদসহ কোন প্রসঙ্গই বাদ পড়েনি মোদীর পর্যবেক্ষণে। মোদি তাঁর বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়ন, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধে ভারতীয় সহযোগিতা, জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করে এবং আঞ্চলিক রাজনীতির অতীত ও ভবিষ্যত নিয়ে যা বলে গেছেন তাতে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে আরও বেড়ে গেছে। বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গে মোদির বক্তব্যে যা উঠে এসেছে তাতে রীতিমতো বিস্মিত হয়েছে গোটা বিশ্ব। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষের বিশাল মঞ্চে একা দাঁড়িয়ে অনর্গল তিনি বাংলাদেশ সম্পর্কে যে কথাগুলো বলে গেছেন তা নিয়ে যারা বিএনপির মত ফাঁকফোঁকর খোঁজার চেষ্টা করেছেন তারাও কিছুই পাচ্ছেন না। একজন বিদেশী নেতা হয়ে যিনি বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে এত কিছু জানেন অথচ আমরা আমাদের দেশের উন্নয়নের সম্পর্কে কিছুই জানি না বা জানতে চেষ্টা করি না। তাছাড়া আমাদের মধ্যে এমন অনেক লোক যারা দেশ উন্নয়নের ঘোরমুখী কিংবা উন্নয়ন প্রচারনায় বাঁধা প্রদান করে থাকে। উন্নয়নের নতুন দিক উন্মোচিত হচ্ছে বাংলাদেশে। আসুন দেশবিরোধী ষড়যন্ত্র না করে সবাই দেশ উন্নয়নে অংশ গ্রহন করি।
বিষয়: বিবিধ
৭৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন