মোদির সফর সফল হোক এটাই এ মুহূর্তে আমাদের বড় আকাঙ্ক্ষা।

লিখেছেন লিখেছেন মশা০০৭ ৩১ মে, ২০১৫, ০৪:৪৫:২৩ বিকাল



বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭৪-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসেবে ভারত সফরে গিয়ে ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে ঐতিহাসিক স্থল সীমানা চিহ্নিতকরণ চুক্তি স্বাক্ষর করেছিলেন। বাংলাদেশ সে বছরই চুক্তিটি জাতীয় সংসদে পাস করালেও ভারত তা করতে পারেনি। সে চুক্তি বাস্তবায়নের বিষয়টি দু'দেশের সম্পর্কের পথে একটি বাধা হয়ে আছে। বাংলাদেশ-ভারত সীমান্তঘেঁষা প্রতিবেশী হওয়ায় দু'দেশের বাণিজ্যিক সম্পর্ক বিকাশের অফুরন্ত সুযোগ রয়েছে। ভারতের সঙ্গে বাণিজ্যিক ভারসাম্য রক্ষা করতে চায় বাংলাদেশ। এ জন্য সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশ থেকে ভারতের ব্যবসায়ীদের পণ্য আমদানি করা। ভারত সে সুযোগ দেয়ার জন্য বিপুলসংখ্যক পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। বাংলাদেশ চায় এ বিষয়ে ভারত আরও ইতিবাচক উদ্যোগ নিক। একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় শিল্পপতিদের বিনিয়োগ নিয়েও বাংলাদেশ আগ্রহী। বাংলাদেশ ভারতীয় ব্যবসায়ীদের জন্য একটি আলাদা ইপিজেড প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে। মোদি এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেবেন বলেই মনে করা হচ্ছে। ইতোমধ্যে রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দু'দেশের যৌথ বিনিয়োগের দ্বার খুলেছে। অন্যান্য খাতেও ভারতীয় বিনিয়োগ আশা করছে বাংলাদেশ। নরেন্দ্র মোদি এ ব্যাপারে ভারতীয় বিনিয়োগের আশ্বাস দিয়েছেন বিভিন্ন সময় অনানুষ্ঠানিক আলোচনায়। এবার সফরকালে এ ব্যাপারে বাংলাদেশকে কার্যকর প্রস্তাব দেয়া হতে পারে। ভারত ইতোমধ্যে বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ দিয়েছে। সে ঋণে বাংলাদেশে যোগাযোগসহ বিভিন্ন খাতে বেশ কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এবার বাংলাদেশের আশা আরও ১০০ কোটি ডলার ঋণ পাওয়া। এছাড়াও প্রতিবছর ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, তীর্থ ভ্রমণ এবং বিনোদন ভ্রমণের জন্য বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক ব্যবসায়ী ও সাধারণ মানুষ ভারত ভ্রমণে যান। তাদের সবচেয়ে বড় অভিযোগ ভারতীয় ভিসা পাওয়া নিয়ে চরম ভোগান্তি পোহাতে হয়। এ ভোগান্তি থেকে উত্তরণের জন্য ভিসা ব্যবস্থা সহজ করা প্রয়োজন, বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এটি। মোদি ঢাকায় এসে ভিসা সহজীকরণের ঘোষণা দেবেন ।কারণ দু'দেশই মনে করে শুধু আশ্বাসেই সম্পর্ক টিকে থাকে না, প্রয়োজন আশ্বাসের কার্যকর বাস্তবায়ন। মোদি নিশ্চয়ই এই সূত্রটি ভালোভাবেই বোঝেন। তবে মোদির সফর সফল হোক এটাই এ মুহূর্তে আমাদের বড় আকাঙ্ক্ষা।

বিষয়: বিবিধ

৬৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File