চ্যালেঞ্জ মোকাবেলায় অসামান্য সাফল্য এনেছে বিদ্যুতে। সরকারের প্রশংসা দিক্বিদিক
লিখেছেন লিখেছেন মশা০০৭ ২৭ মে, ২০১৫, ০৩:২১:১০ দুপুর
বিদ্যুতের চাহিদা পূরণে প্রশংসনীয় দক্ষতার পরিচয় দিয়েছে বর্তমান সরকার। এই খাতে বিদ্যমান চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে মোকাবেলা করে গত সাড়ে ছয় বছরে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে দ্বিগুণেরও বেশি। এ সরকারের দুই আমলে ৬৮টি বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে এসেছে। চুক্তি হয়েছে ৭৭টি কেন্দ্রের। বিশেষজ্ঞরাও বলছেন, জ্বালানি খাতে কিছুটা কম সাফল্য থাকলেও বাংলাদেশের সমমানের কোনো দেশ এত অল্প সময়ে বিদ্যুৎ খাতে এমন অর্জন দেখাতে পারেনি। এদিকে সরকারি পরিসংখ্যান মতে, গত ২০০৯ সালের জানুয়ারিতে মহাজোট সরকার দায়িত্বভার নেয়ার সময় দেশে বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ৩ হাজার ২৬৮ মেগাওয়াট। অন্যদিকে গত ১৫ এপ্রিল দেশে সর্বোচ্চ ৭ হাজার ৫৭১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। শতকরা হিসাবে গত কয়েক বছরে দেশে বিদ্যুতের উৎপাদন বেড়েছে ১০০ ভাগেরও অনেক বেশি। শেখ হাসিনার সরকার দায়িত্ব নেয়ার পর গত দুই দফায় এ পর্যন্ত ৬৮টি নতুন বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে। অপেক্ষায় আছে আরো কয়েকটি কেন্দ্র। বিদ্যুৎহীন থাকার চেয়ে কিছুটা বেশি দামে বিদ্যুৎ পাওয়াটা বেশি ভালো। বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সরকারকে অনেক কিছুই করতে হয়েছে। অনেকেই অনেক কথা বললেও কাজ হয়েছে। বিদ্যুৎহীন অবস্থায় দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ত। কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা না হলে জিডিপির অর্জন দশমিক ৮ ভাগ কম হতো।
বিষয়: বিবিধ
৮৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন