হরতাল-অবরোধ কর্মসূচী নিয়ে চাপের মুখে বিএনপি
লিখেছেন লিখেছেন মশা০০৭ ০৯ এপ্রিল, ২০১৫, ০৪:০৯:১০ বিকাল
এখনও নেতিবাচক আন্দোলন কর্মসূচী অবরোধ প্রত্যাহার না করায় ঘরে-বাইরে চাপের মুখে বিএনপি। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী দলীয় প্রার্থীরাও এজন্য সাধারণ মানুষের কাছে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। এ পরিস্থিতিতে দলের হাইকমান্ড অবরোধ কর্মসূচী তুলে নেয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করছেন। তাই যে কোন দিন চলমান অবরোধ কর্মসূচী প্রত্যাহারের ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে। আন্দোলনে কিছু অর্জন ছাড়াই ৯২ দিন পর ৫ এপ্রিল গুলশান কার্যালয় থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বাসায় ফিরে গেলেও হরতালের মতো অবরোধ কর্মসূচী প্রত্যাহার না করায় দেশী-বিদেশী বিভিন্ন মহল ক্ষোভ প্রকাশ করে। ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ইতোমধ্যেই কোন কোন বিএনপি নেতার কাছে অবরোধ কর্মসূচী অব্যাহত রাখার কারণ জানতে চেয়েছেন। বুধবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতকালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনও অবরোধ কর্মসূচী প্রত্যাহার করে স্বাভাবিক রাজনৈতিক কর্মকান্ড শুরুর আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে। আর বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক বলে পরিচিত বুদ্ধিজীবীরাও অবরোধ কর্মসূচী প্রত্যাহার করে নিতে বিএনপির শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া সারাদেশের সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকেও এ কর্মসূচী তুলে নেয়ার অনুরোধ এসেছে। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কৌশল পরিবর্তন করে যে কোন দিন হরতালের মতো অবরোধ কর্মসূচীও প্রত্যাহার হবে, এটাই জনগণ প্রত্যাশা করে।
বিষয়: বিবিধ
৬৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন