দেশ ধ্বংসকারীদেরকে মানুষ কী করে ভোট দেবে?
লিখেছেন লিখেছেন মশা০০৭ ১৯ মার্চ, ২০১৫, ০৩:৪৬:৪৯ দুপুর
যে দল মানুষকে পুড়িয়ে মারে, যে দল এ দেশের ধ্বংস চায়, সে দলকে এ দেশের মানুষ কী করে ভোট দেবে? একটা রাজনৈতিক দলের লক্ষ্য থাকবে মানুষের উন্নতি। কিন্তু বিএনপির লক্ষ্য মানুষের অবনতি, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে ধ্বংস করা। বিএনপি নেত্রী দুর্নীতির মামলা মোকাবিলা করতে চান না। এতিমের নামে আসা সামান্য টাকাও মেরে খেয়েছেন, তার সব কাগজপত্র ও ডকুমেন্টও রয়েছে। এখন আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে বিচার থেকে তিনি নিজে রক্ষা পেতে চান, ছেলে ও যুদ্ধাপরাধীদের বাঁচাতে চান। তবে এভাবে মানুষ পুড়িয়েও তার শেষ রক্ষা হবে না, যুদ্ধাপরাধীদের বিচারও বন্ধ করা যাবে না। এ বিচার চলছে, চলবে। বিচারের রায়ও কার্যকর অব্যাহত থাকবে। এ দেশের মানুষ শান্তিপ্রিয়। তাদের ক্ষতি যদি কেউ করে, তার ক্ষমা নেই। দেশের বর্তমান রিজার্ভ ২৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। যেখানে বিশ্বের বাঘা বাঘা অর্থনৈতিক দেশগুলো মন্দার সময় উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে পারেনি, সেখানে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নসহ সার্বিক অগ্রযাত্রা অব্যাহত রেখে যাচ্ছে। এটা বিএনপি নেত্রীর সহ্য হচ্ছে না।
বিষয়: বিবিধ
৬১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন