যুবসমাজের শারীরিক এবং মানসিক উন্নয়নে খেলাধুলায় সম্পৃক্ত রাখার জন্য খেলাধুলার পরিবেশ সৃষ্টিসহ নানামুখী পদক্ষেপে সরকার
লিখেছেন লিখেছেন মশা০০৭ ১৮ মার্চ, ২০১৫, ০৪:০৬:২৬ বিকাল
বর্তমান সরকার খেলাধুলার মান উন্নয়নে যথেষ্ট গুরুত্বারোপ করছে। তৃণমূল পর্যায়ে যুবসমাজের কাছে ক্রীড়া সুবিধা পৌঁছে দিতে উপজেলা পর্যায়ে খেলার মাঠের অবকাঠামোগত উন্নয়ন এর কাজ করবে। এতে ব্যয় ধরা হয়েছে ১২৩ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা। দেশের ৪৮৭টি উপজেলার ৪৮৯টি খেলার মাঠকে স্টেডিয়ামের প্রাথমিক অবকাঠামো সুবিধা নির্মাণ করা হলে খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়বে। দেশের জনসাধারণের বড় একটি অংশ গ্রামে বসবাস করে। উপজেলা পর্যায়ে ভাল খেলার মাঠ না থাকায় গ্রামের ছেলে-মেয়েরা নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে না। ফলে যুবসমাজের একটি বড় অংশ বিভিন্ন অসামাজিক ও অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। তাই দক্ষতাসম্পন্ন খেলোয়ার তৈরি ও যুবসমাজের শারীরিক এবং মানসিক উন্নয়নের লক্ষ্যে তাদের বিভিন্ন খেলাধুলায় সম্পৃক্ত রাখার জন্য সরকার খেলাধুলার পরিবেশ সৃষ্টিসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
বিষয়: বিবিধ
৭৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন