প্রতিযোগিতামূলক বিশ্ববাজারের চাহিদা মোতাবেক তৈরি পোশাক সরবরাহ করতে সক্ষম বাংলাদেশ

লিখেছেন লিখেছেন মশা০০৭ ১৫ মার্চ, ২০১৫, ০৪:৪৩:১৮ বিকাল

বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক খাত আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সামাজিক ও পরিবেশগত মান বজায় রেখে সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। বিগত দুই বছরে বাংলাদেশের শ্রম আইন সংশোধন, প্রশাসনিক সংস্কারের মাধ্যমে এ খাতে আমূল পরিবর্তন সাধন করা হয়েছে। বিশেষ করে গত ২০১৩ সালের অপ্রত্যাশিত শিল্প দুর্ঘটনা বাংলাদেশের শিল্প মালিক ও শ্রমিকদের জন্য ছিল একটি টার্নিং পয়েন্ট। বাংলাদেশে তৈরি পোশাকশিল্পে প্রায় ৪০ লাখ নারী এবং পুরুষ শ্রমিক কাজ করছে। তাদের উপযুক্ত মজুরি, ফায়ার সেফটি, বিল্ডিং সেফটি, কর্মবান্ধব ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার। তৈরি পোশাক শিল্পের গুণগত পরিবর্তনে বাংলাদেশের প্রতিশ্রুতি এবং আন্তরিকতার বিষয়ে প্রশংসা করেন বিশ্ববাসী। বিশ্বে অনেক দেশের তুলনায় বাংলাদেশ শিল্প-কলকারখানায় শ্রমিকদের অধিকার, নিরাপদ ও কর্মবান্ধব পরিবেশ সৃষ্টিতে উল্লেখযোগ্য পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছে বর্তমান সরকার। বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কযুক্ত জি-৭ ভুক্ত দেশগুলোর সঙ্গে যোগাযোগ রেখে তৈরি পোশাক খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ সাসটেইনেবল কমপ্যাক্ট মোতাবেক তৈরি পোশাক খাতে প্রয়োজনীয় পরিবর্তন অব্যাহত রেখেছে। সুখের বিষয়, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ এ খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। এখন আমরা নিশ্চিত করে বলতে পারি উন্নত ও প্রতিযোগিতামূলক বিশ্ববাজারের চাহিদা মোতাবেক তৈরি পোশাক সরবরাহ করতে বাংলাদেশ সক্ষম।



বিষয়: বিবিধ

৭৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File