খালেদা জিয়া পেট্রোলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারছে, দেশের জনগণ এর দাঁতভাঙ্গা জবাব দেবে
লিখেছেন লিখেছেন মশা০০৭ ১৩ মার্চ, ২০১৫, ০২:৫৪:২৩ দুপুর
৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশকে জঙ্গীরাষ্ট্র বানাতে দেয়া হবে না, দেশের জনগণ মিলে মিশে শেখ হাসিনার নেতৃত্বে এই দেশকে জঙ্গীমুক্ত করবে, জঙ্গীবাদের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়াবে, আগুন দিয়ে মানুষ পোড়ানোর বিরুদ্ধে জনগণকে নিয়ে রুখে দাঁড়াবে, প্রতিরোধ করবে। আমরা এই দেশকে সোনার বাংলায় পরিণত করব। যতই লাফালাফি করুন, আন্তর্জার্তিক সমর্থন পরিপূর্ণভাবে শেখ হাসিনা সরকারের পক্ষে আছে। এক সময় সারের পেছনে দৌড়িয়েছে, এখন কৃষককে সারের পেছনে দৌড়াতে হয় না, সারই কৃষকের পেছনে পেছনে দৌড়ায়। ঠিক এমনিভাবে ফেরিওয়ালারা যেভাবে ঝুড়িতে চুড়ি-গয়না ভরে মাথায় করে ঘুরে ঘুরে চুড়ি লাগবে, চুড়ি বলে হাঁকডাক করে বেড়াত, ঠিক সেভাবে বিদ্যুতের লোকেরা বলবে বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ। ৫ জানুয়ারি থেকে খালেদা জিয়া নিজেই গ্রাম্য নারীর মতো একঘরে হয়ে রয়েছে। দোতলায় বসে অবরোধের নামে খালেদা জিয়া পেট্রোলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। দেশের জনগণ এর দাঁতভাঙ্গা জবাব দেবে। ভারতে মোদি সরকার ক্ষমতায় আসার পর খালেদা জিয়া ভেবেছিল তাকে ক্ষমতায় বসিয়ে দেবে। নানা রকম মিথ্যাচার ও জাল-জালিয়াতি করে তিনি আন্তর্জাতিক সমর্থন নেয়ার চেষ্টা করেছেন। কিন্তু আন্তর্জার্তিক সমর্থন পরিপূর্ণভাবে শেখ হাসিনা সরকারের পক্ষে রয়েছে।
বিষয়: বিবিধ
৫৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন