বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ বিশ্ববাসী। স্বাস্থ্যসেবায় এদেশের অগ্রগতি আজ বিশ্ব নন্দিত

লিখেছেন লিখেছেন মশা০০৭ ২০ ডিসেম্বর, ২০১৪, ০২:২৮:৩০ দুপুর

স্বাস্থ্যসেবা প্রদানে বাংলাদেশের অগ্রগতি আজ বিশ্বে প্রতিষ্ঠিত। দেশে মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাসসহ সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা এমডিজি অর্জনে বাংলাদেশের অর্জন অনেক। বাংলাদেশ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে আজ আধুনিক মানের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়েছে। টেলিমেডিসিনসহ আরও নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে চিকিৎসাবিদ্যায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সকল ইতিবাচক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বিশেষায়িত শিক্ষার মাধ্যমে বাংলাদেশে হৃদরোগসহ সকল রোগ নিরাময়ে বিভিন্ন রোগ ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কিত সেমিনার আয়োজনের মাধ্যমে দেশের চিকিৎসা বিজ্ঞানকে আরও এগিয়ে নিতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আধুনিক স্বাস্থ্য বিজ্ঞানের প্রসারের ফলে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি ও বিশেষায়নের মাধ্যমে হৃদরোগকে প্রতিরোধ করতে হবে। হৃদরোগসহ সকল প্রতিরোধযোগ্য রোগের সঠিক নিরূপণপূর্বক প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে। দেশের স্বাস্থ্য ও চিকিৎসা সেক্টরের উন্নয়ন আজ বিশ্বের অনেক দেশের জন্য মডেল হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা চিকিৎসাসেবার মানোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। চিকিৎসা সেক্টরের উন্নয়নের বিষয়টি আজ বিদেশীদের মুখেই প্রকাশ পাচ্ছে।

বিষয়: বিবিধ

৮৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File