বর্তমান সরকারের ভিশন ’২০২১ বাস্তবায়নে এগিয়ে এসেছে দাতাগোষ্ঠীরা
লিখেছেন লিখেছেন মশা০০৭ ১৪ ডিসেম্বর, ২০১৪, ০৩:৩৫:৫৯ দুপুর
বর্তমান সরকারের ‘ভিশন-২১’ কর্মসূচী সফল করার লক্ষ্যে এবার দাতাগোষ্ঠী এগিয়ে আসছে। রূপকল্প ’২১ অনুযায়ী তারাও বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করছে। ভিশন-২১ কর্মসূচী সফলের লক্ষ্যে বর্তমান সরকার থেকে যেসব খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে, বিভিন্ন দাতাগোষ্ঠী ও বিদেশী বন্ধু রাষ্ট্রগুলো সে সব খাতকে প্রাধান্য দিয়েই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করছে। সরকারের ভিশন-২১ অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন, সুইডেনসহ বিভিন্ন দেশ ইতোমধ্যেই সাত বছর মেয়াদী কর্মসূচী গ্রহণ করেছে। সেখানে শিক্ষা, খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান ইত্যাদি বিষয়ে প্রাধান্য দেয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য সাত বছর মেয়াদী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকারের জাতীয় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে মিল রেখেই তাদের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনা অনুসারে উন্নয়নে সরকার ও ইইউ একযোগে কাজ করবে। বাংলাদেশে আগামী সাত বছর মেয়াদী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ২০১৪ থেকে ’২০ সাল পর্যন্ত বার্ষিক বহুমুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে সংস্থাটি। তারা বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি খাতে সহায়তায় অগ্রাধিকার দেবে। এ ছাড়া জীবিকা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রাকৃতিক সম্পদ ও নবায়নযোগ্য জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ ইত্যাদিতে সহায়তা দেবে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, যুবক ও প্রাপ্তবয়স্ক স্বাক্ষরতা ইত্যাদি কর্মসূচীতে ইউরোপীয় ইউনিয়ন সহায়তা করবে। অর্থ সহায়তা দেয়ার পাশাপাশি বাংলাদেশের চারটি বিষয়ে গুরুত্ব দিবে ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্যে রয়েছে নির্বাচন পদ্ধতির উন্নয়ন, স্থানীয় সরকার, পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তি বাস্তবায়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার বাস্তবায়ন। এদিকে বাংলাদেশের অন্যতম উন্নয়নসহযোগী সুইডেনও সাত বছর মেয়াদী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশের উন্নয়নে ২০১৪ থেকে ’২০ বছর পর্যন্ত সুইডিশ সরকারও একটি কৌশলপত্র তৈরি করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে প্রধানত চারটি খাতে সহযোগিতা দেবে সুইডেন। এসব খাতের মধ্যে রয়েছে দারিদ্র্য বিমোচন, গণতন্ত্র শক্তিশালীকরণ, জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলা ও স্বাস্থ্য উন্নয়ন। এসব খাত উন্নয়নে আগামী সাত বছরে বাংলাদেশে ২৩ কোটি মার্কিন ডলার ব্যয় করবে সুইডেন। বাংলাদেশের সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে বিদেশী দাতা গোষ্ঠী। বর্তমান সরকার যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে সেটাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন তারা। বিশেষ করে দারিদ্র্য বিমোচন, শিক্ষা উন্নয়ন, স্বাস্থ্য সুরক্ষা, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে সরকার যে পরিকল্পনা নিয়েছে, তার মাধ্যমে বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে বলেও মনে করে বিদেশী দাতাগোষ্ঠী।
বিষয়: বিবিধ
৭১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন