ঢাকা-গৌহাটি-ঢাকা রুটে যাত্রীবাহী বাস চলাচল চালুর পরিকল্পনা সরকারের। নতুন অধ্যায়ের সূচনায় এগিয়ে যাবে বাংলাদেশ
লিখেছেন লিখেছেন মশা০০৭ ০৭ ডিসেম্বর, ২০১৪, ০৪:০২:৩৪ বিকাল
মেঘালয়ের শিলং হয়ে আসামের গৌহাটি থেকে ঢাকার সঙ্গে যাত্রীবাহী বাস চলাচল চালুর পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার। বাংলাদেশ ও ভারতের একটি যৌথ কারিগরি কমিটি ১০-১১ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে এই বাস চলাচল চালু করবে। বাংলাদেশ ও ভারতের যৌথ কারিগরি দল এই পরীক্ষামূলক বাস চলাচলের মাধ্যমে এই রুটের অবস্থা ও রুটের সুযোগ-সুবিধা যাচাই করবে। ১২ ডিসেম্বর এই ট্রায়াল শেষ হবে। প্রতিনিধিদল এর পরই নিয়মিত বাস চলাচলে সুযোগ-সুবিধা সম্বলিত সমীক্ষা রিপোর্ট জমা দেবে। শিলং-ডাওকি (মেঘালয়) তামাবিল (বাংলাদেশ) রুটে গৌহাটি থেকে ঢাকার বাসরুটে আনুমানিক দৈর্ঘ হবে ৫শ’ কিলোমিটার। তাছাড়া বর্তমানে ত্রিপুরার আগরতলা ও পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ঢাকার সঙ্গে দু’টি বাস সার্ভিস চালু রয়েছে। নতুন এই বাস চলাচল রুট হবে ওই দু’টি রুটের অতিরিক্ত। নতুন এই বাস চলাচল রুট সৃষ্টিতে সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনায় এগিয়ে যাবে বাংলাদেশ।
বিষয়: বিবিধ
৭৮০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন