দক্ষিণাঞ্চলের অগণিত মানুষের বহু দিনের আকাঙ্খিত স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে। কল্পনার সেই পদ্মাসেতু খুলবে ২০১৮ সালেই

লিখেছেন লিখেছেন মশা০০৭ ০৬ ডিসেম্বর, ২০১৪, ০৩:৩৭:৩৫ দুপুর



অনেক প্রতীক্ষার পদ্মাসেতু নির্মাণে শুরু হয়ে গেছে বিশাল কর্মযজ্ঞের। সরকার ২০১৮ সালেই সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দিতে চায়। সে লক্ষ্যেই এখন ব্যস্ততা পদ্মাপাড়ের মাওয়া ও জাজিরা পয়েন্ট এলাকায়। কয়েক হাজার শ্রমিক কাজ করে যাচ্ছেন। শুধু মাওয়া বা জাজিরা পয়েন্ট নয়, পদ্মাসেতুর কাজ হচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও। জার্মানি, চীন ও সিঙ্গাপুরে সেতুর সরঞ্জাম তৈরির কাজ চলছে। তিন ধাপে বৃহৎ এই সেতুর নির্মাণ সম্পন্ন হবে। এখন চলছে প্রথম ধাপের কাজ। ইতিমধ্যে পদ্মাপাড়ে নিয়ে আসা হয়েছে ভারী সব যন্ত্রপাতি। নানা কাজ চলছে পদ্মার দুই পাড় জুড়েই। মূল সেতুর নির্মাণ শুরুর আগে প্রাথমিক সব পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি চলছে নদীশাসনের কাজ। এগোচ্ছে সংযোগ সড়ক নির্মাণের কাজও। দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম স্বপ্নের পদ্মাসেতু নির্মাণের কাজ চলছে জোরেশোরে। সব মিলিয়ে যে গতিতে কাজ চলছে, তাতে কোনোরকম প্রতিবন্ধকতা দেখা না দিলে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হবে। কাজ পুরোদমে চলছে। আশা করা যাচ্ছে নির্ধারিত সময়ে কাজ শেষ করে ২০১৮ সালের ডিসেম্বরেই পদ্মাসেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া যাবে।

বিষয়: বিবিধ

৯০৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

291768
০৬ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:১৭
Sada Kalo Mon লিখেছেন : কাজ শেষ হয়ে যান চলাচল করবেতো??? নাকি আবার বিড়াল/বানর জাতীয় কিছু ধরা পড়বে!!! Cheer Thinking Winking) Day Dreaming

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File