এই তাফছির হলে আমার মানসম্মানের ক্ষতি হবে তাই তাফছির হতে দেওয়া জাবেনা। বললেন.....

লিখেছেন লিখেছেন ইসলাম কখনো মাথা নত করেনা ২৭ নভেম্বর, ২০১৪, ০৬:৫৯:৩২ সন্ধ্যা

সেনপাড়া জামে মসজিদ প্রাঙ্গন। শেরপুর, দৌলপুর, কুষ্টিয়া।

গত 25শে নভেম্বর2014 ইংরেজি@ রোজঃমঙ্গলবার, বাদ, মাগরিবে একটা তাফছিরুল কোরান মহাফীলের

আয়োযোন করেছিলেন সেনপাড়া এলাকা বাসি। কিন্তু হতেদিলোনা আওয়ামী লীগের কিছু নেতা।

উক্ত মহাফিলে

প্রধান বক্তাহিসাবে ছিলেন।

আন্তরজাতিক খ্যাতি পম্পুন্ন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মোফাচ্ছিরে কোরান (হজরত মাও মোঃ মুকরেমুল হক ) আলোচোক ইসলামি টেলিভিশন(সদস্য কোরান রিসার্স,ঢাকা)

@বিশেস বক্তা@

উদীয়মান তরুন বক্তা

(হাফেজ মোঃ তোরাব আলী)

স্বভাপতী ছিলেন

(জনাব মাও হাজী মোঃ তোফাজ্জেল হোসেন) খতিব,চিথলিয়া জামে মসজিদ, মিরপুর, কুষ্টিয়া।।

(আয়োজনে মহাফিল পরচালক কমিটি)

এই মহাফিল হলে আমার মানসম্মানের ক্ষতি হচ্ছে। এমন কথাই বললেন আওয়ামিলীগের কিছু নেতা জারা ইসলাম বিরোধি সয়তানের খালাতো ভাই।

তারপরেও থামাতে না পেরে পুলিশের হুমকি দিয়ে বললেন সবাইকে হাজতে দেওয়া হবে আর কোন সালা মহাফিল করে দেখিতো এবং মহাফিলের গেইট ভেঙ্গে দিলেন।

তখন গ্রামে মারা মারি এবং ফ্যাসাদ লাগতে পারে এই জন্য কেহ প্রতিবাদ করেনি কিন্তু আর কতদিন থাকতে হবে এই সয়তান দের পশ্রয় দিয়ে?

এই সরকার এমন ধরনের নেতাদের ক্ষমতা দিয়ে কিসের পরিচয় দিলেন? এবং ভালো করলেন না খারাপ করলেন, আপনার মতামতটা কি?

বিষয়: বিবিধ

১৫৫৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

288918
২৭ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০১
288950
২৭ নভেম্বর ২০১৪ রাত ০৮:৩৪
ভিশু লিখেছেন : ঐখানে ওপেন কনসার্টের সামান্য ১টু ইচ্ছে করলেই দেখতেন - পুলিশ-র‍্যাবের কুকুরবাহিনী দিয়ে পাহারা মোতায়েন করে তা সুন্দর(!)ভাবে সাফল্যমণ্ডিত হয়ে যেতো। এটাই এখন শেখ হাসিনার বাংলাদেশ।
289001
২৭ নভেম্বর ২০১৪ রাত ১১:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই নেতাদের যদি কোনদিন ভোট চাইতে দেখেন তাহলে জিজ্ঞেস করে দেখবেন তারা কোন ধর্মের মানুষ!!!
289072
২৮ নভেম্বর ২০১৪ সকাল ০৫:৪৮
শেখের পোলা লিখেছেন : মন্তব্য নিঃষ্প্রয়োজন৷ এটাই বোধহয় মুক্তিযোদ্ধারা চেয়ে ছিলেন৷ নয়তো তারা আজ কোথায়?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File