মিষ্টি হাওয়া ও তিতা লাগতে পারে ৷
লিখেছেন লিখেছেন রূপ রূপালি ১৮ নভেম্বর, ২০১৪, ০১:৩৪:৪৫ রাত
আমরা যারা শহুরে বাসায় থাকি তাদের
চার দেওয়ালে আঁটা এক বন্ধী জীবন কটাতে হয় ৷
চারদিকে উঁচু নিচু দালান কোঠায় ভরা, খোলা মাঠের অভাব, গাছগাছালির সংখ্যাও অনেক কম ৷
বাতাস যেটুকুন আছে তা আল্লাহর রহমতই বলতে হবে ৷ এভাবেই সবাই আমরা এক যান্ত্রিক জীবনে অভ্যস্থ হয়ে গেছি ৷
অফিস টু বাসা, স্কুল/কলেজ টু বাসা/ আর মহিলাদের তো রান্না, ঘর ঘোছানো, খাওয়া, ঘুম ৷ এগুলই আমাদের নিয়মিত শিডিউলে পরিণত হয়েছে ৷
এবার আসি মূলকথায় এভাবে বদ্ধ জীবন কে খোলা হাওয়ায় মুক্ত করার সুযোগ আমরা একদিনই পাই ছুটির দিনে ৷
তাইতো সকলেই পরিবার পরিজন নিয়ে শপিংয়ে, মার্কেটে, অথবা পার্কে যাই ৷ বিশেষ করে অনেকেই পার্কে যায় কিছুক্ষণ খোলামেলা সময় কাটাতে ৷
কিন্তু সেখানেই পড়তে হয় বিভ্রতকর পরিস্থিতিতে ৷ বর্তমানে আমাদের দেশের পার্ক গুলো মূলত হয়ে উঠেছে প্রেমিক-প্রেমিকাদের চারণভূমি ৷
তারা তাদের অনৈতিক কার্যকলাপের জন্য এ স্থানটাকেই বেছে নিয়ে থাকে ৷ পার্কের বাগান, বসার জায়গাগুলো থাকে তাদের দখলে ৷
আর আপনি যখন পরিবার নিয়ে ঘুরতে গিয়ে এমন পরিস্থিতির শিকার হন তখন মিষ্টি হাওয়া উপভোগ টা তিতা হয়ে যায় ৷
তাদের এমন সব কার্যকলাপ পরিবারের সদস্যদের সামনে আপনাকে বিব্রতকর অবস্থায় পেলে দেয় ৷
তাই সম্মানের কথা চিন্তা করে আমরা পার্কে যাওয়া ছেড়ে দিয়েছি। কিন্তু কেন তাদের এসব অনৈতিক কাজের ফল আমরা কেন ভোগ করবো।
বিষয়: বিবিধ
১১২১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন