Inbox থেকে পাওয়া

লিখেছেন লিখেছেন নান্দিনী ০৮ মার্চ, ২০১৬, ০১:৩৫:১২ রাত

আপু,

একদিন দেখবা তোমার জন্মদিন,কিন্তু তিমি ভুলে যাবে....

সেদিন তোমার অনেক কিছু থাকবে । তুমি ভুলে গেলেও কেউ একজন ঠিকই মনে রাখবে তোমার জন্মদিনের কথা ।

সে যখন বলবে তোমায় "শুভ জন্মদিন"

তুমি হঠাত্‍ একটা ঘুরের মধ্যে পরে যাবা,তুমি জিজ্ঞেস করবা "আজ কতো তারিখ ?"

সেদিন তোমার চোখে এক বিন্দু অশ্রু কণা জমা হবে,কিন্তু তুমি তা আড়াল করে ফেলবে । শুধু হাসবে........

আমার কথা হঠাত্‍ মনে পরে যাবে সেদিন । খুব বিরক্ত লাগবে,ছোট্ট করে বলবা "ধ্যাত্‍".......

আমি অনেক দূরে থেকেও বুঝতে পারবো আমার কথা মনে করেছো...

সেদিন ই একটা কবিতা লিখবো জমানো কথাগুলা দিয়ে,সে কবিতা যুগ যুগ ধরে পড়বে সবাই,কবিতার মাধ্যমে তোমাকে মনে রাখবে "বনলতা সেন" এর মতো... Sad

.

.

ইতি

........

বিষয়: বিবিধ

১০২৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361784
০৮ মার্চ ২০১৬ সকাল ১১:৩০
আফরা লিখেছেন : জন্মদিন মনে না থাকলেই ভাল ,কারো মনে করিয়ে দেওয়ার ও দরকার নেই । এটা মনে হলেই নিজেকে শুধু বড় বড় লাগে ।
361822
০৮ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:০২
নান্দিনী লিখেছেন : আসলেই,মনে না থাকলেই ভালো লাগতো,,কিন্তু এটা ই বার বার মনে আসে,যে "আজ,এমন একটা দিন,যেদিন আমার আগমনে প্রতিক্ষারত ছিলেন আমার বাবা,যদিও ওনি জানতেন না যে আমার একটা কন্যা সন্তান ওনার কোল উজার করতে আসছে,তবে এটা ওনার মানত ছিলো,ওনার কন্যা সন্তা হলে ওনি.....মৃত্যুর পূর্ব পর্যন্ত তা বাবার মানত বহাল ছিলো"

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File