####রাগ-অভিমান নিয়ে যতো ভাবনা

লিখেছেন লিখেছেন নান্দিনী ০৭ এপ্রিল, ২০১৫, ০৯:২৬:৩২ সকাল

মানুষ বড়ই অভিমানি প্রাণি ! শুধু এই "অভিমান" এর কারনেই সে নিজেকে শেষ করে দিতেও দ্বিধাবোধ করে না । অভিমান করে চুপ থাকা অনেক কষ্টের । তখন দ্বিতীয় ব্যক্তির অবশ্যি অভিমান ভাঙ্গানো উচিত । তা না হলে,অভিমান টা তিক্ততায় রুপ নেয় ।

তখন আরও কষ্ট লাগে,আর এই কষ্ট থেকে মুক্তির পথ হিসেবেই সে হয় আত্মঘাতী ।

ব্যক্তির খুবই অসহায় লাগে নিজেকে,কেউ না বুঝলে এই অভিমান



মানুষ আসলেই খুব অভিমানি প্রাণী । আর এই অভিমান টা মেয়েদের একটু বেশিই হয়ে থাকে,কারন মেয়েরা রাগ খুব কমই করতে পারে,খুব ভালো যা পারে তা হলো এই অভিমান,,আর পারে.......................

আর পারে করতে ঘৃণা ! প্রচন্ড ঘৃনা ! নিজের প্রতি ! কেনো সে এমন একটা মানুষের সাথে অভিমান করলো,এই জন্য ।

"ধোয়ে যাক,মুছে যাক,

সব অভিমান ভেসে যাক,

পৃথিবীর বুকে রেখে যাক

বুক ফাটা আর্তনাদ"

বিষয়: বিবিধ

২৮৫০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313413
০৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:৩৬
মুক্তিযোদ্ধার ভাগনে লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ।
313429
০৭ এপ্রিল ২০১৫ দুপুর ০১:১৮
আব্দুল গাফফার লিখেছেন : সুন্দর!! Good Luck Rose
313450
০৭ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৪৭
আফরা লিখেছেন : মান থাকা ভাল ,অভিমান নয় ।
313621
০৮ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৪৯
নান্দিনী লিখেছেন : মান আর অভিমান কি একই অনুভূতি নয়?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File