পবিত্র কুরআনে বর্ণিত আদ জাতির অস্তিত্বের প্রমান !
লিখেছেন লিখেছেন রাজ্পুত্র ০১ ডিসেম্বর, ২০১৪, ০৯:৩৮:৩৬ রাত
৩২ ফুট মানুষ যে হতে পারে তা আমাদের কল্পনার বাইরে।
সৌদি আরবে সেই ৩২ ফুট লম্বা কঙ্কাল পাওয়াগেল। যেটি কুরআনে বর্ণিত আদ জাতির অস্তিত্বের প্রমান সৌদি আরবে রব-উল-খালিতে প্রাপ্ত ১০মিটার বা ৩১.৮০ ফুট ... লম্বা কঙ্কালটি পবিত্র কুরআনে বর্ণিত আদ জাতির কোনো ব্যক্তির বলে মনে করছে সে দেশের আলেম সমাজ।
২০০৪ সালে বহুজাতিক জ্বালানি কোম্পানি "আরামকো" গ্যাস অনুসন্ধানেরসময় কঙ্কালটি ওই এলাকার প্রত্নতাত্ত্বিক প্রমানগুলো খোজ পায়। জায়গাটি আবিস্কারের পরপরই সেখানে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করলেও সম্প্রতি সৌদি সামরিক বাহিনী বেশ কিছু ছবি প্রকাশ করেছে। সেই দুলর্ভ ছবিগুলো একটু দেখুন। সৌদি আরবের আলেমদেরমতে ওই প্রান্তরে পাওয়া নমুনাগুলো আদ জাতির ধ্বংসাবশেষ।
পবিত্র কুরআনে এবং অন্যান সূত্রেবলা হয়েছে আদ জাতির
লোকেরা ছিল খুবই লম্বা বিশাল ও অত্যান্ত শক্তিশালী ।
তারা এক হাতে বড় বড় বৃক্ষ উপড়েফেলতে পারত।
আধুনিক ইতিহাসে যেখানে দীর্ঘতম মানুষটির দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে ৯ ফুট(২.৭৪ মিটার)। সেখানে প্রায় ৩২ ফুট লম্বা মানুষের কঙ্কাল পাওয়া নাশ্চিত ভাবে পবিত্র কুরআনের সত্যতার প্রমাধবাহী। পবিত্র কুরআনের সূরা শু'আরায় এই হুদ
জাতিকে নিয়ে অনেক আয়াত নাযিল হয়েছে আল্লাহ কুরআনে বলেন "আল্লাহ এত বিশাল আকৃতির মানুষ আরকখনো পাঠাননি "।
এ ছবিটি কিংবা এ আর্টিকেল আদ জাতি বা ছামুদ জাতির সত্যায়ন করে না। কিন্তু আদ জাতি ও ছামুদ জাতির সত্যায়ন করে কুরআন।
ফটোশপ সত্যকে মিথ্যার আবরণে ঢেকে দেয়। কিন্তু ফুরকান সত্য ও মিথ্যার প্রভেদকারী। তাই আমরা ঈমান আনি কুরআনের ওপর। আমরা ঈমান আনি আল্লাহর রসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লাম যেসব বিষয়ে ঈমান আনার আদেশ দিয়েছেন সেসব বিষয়ের ওপর।
তথ্যসূত্র:তথ্যটি প্রথম আমার একজন ফেসবুক বন্ধুর (মো: জহুরুল ইসলাম) কাছে পাই পরে নেট সার্স করে এ সংক্রান্ত কিছু ছবি ও তথ্য পাই। Click this link
বিষয়: বিবিধ
২৫৩৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : কোরাণের আজগুবি কাহিনী সহিহ প্রমানের প্রানপন চেষ্টা..............A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
তুমি আর কত বড় ইসলাম বিরোধী, তোমার চেয়ে বড় বড় ইসলাম বিরোধীরা ইসলামের ছায়াতলে এসেছে। আমার বিশ্বাস তুমিও একদিন আসবে।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আল্লা বস্তুটাই আজগুবি, অলিক, অবাস্তব এবং শোনা কথার ভোগিযোগি।লেখা ও মন্তব্য দেখে আমি কন্ফিউজ্ড......
মন্তব্য করতে লগইন করুন