বাংলাদেশ দল জিতল কিন্তু ট্রফি পেল না: কারন সস্তা রাজনীতি

লিখেছেন লিখেছেন রাজ্পুত্র ১৬ নভেম্বর, ২০১৪, ০৭:০৯:৪১ সন্ধ্যা

সাবাশ বাংলাদেশ!



অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে, তাদের এই অসাধারন নৈপূন্যের জন্য। বাংলাদেশ ক্রিকেট দলের এতবড় জয় আগে কখোনো হয়নি। সত্যিই অসাধারন খেলেছে বাংলাদেশের ছেলেরা। কিন্তু সিরিজ জিতেও মুশফিকুর রহিমের হাতে উঠল না সিরিজের ট্রফি! অবাক করা কান্ড এরকমতো আগে হয় কখনো দেখিনি। হা এবার দেখতে হলো কারন এবার ১ডে সিরিজ শেষ হলে দুজন অধিনায়ক দুটি ট্রফি নিবেন । হতে পারে দুজনই বাংলাদেশের অধিনায়ক অথবা দুদেশের দুঅধিনায়ক। সে যাই হোক একটা পুরষ্কার টাটকা দিলে যে আনন্দ তা কি বাসী হলে তেমন হবে। মনেহয় না। তবে এই বিদঘুটে বুদ্ধি কে দিল বিসিবিকে? - Click this link

এভাবে পুরষ্কার দেওয়াটা রাজনৈতিক ফায়দা নেবার একটি অংশ বলেই মনে হয়। তবে এটি কোন ঠিক পন্থা নয়। বাংলাদেশের ছেলেরা অনেক কষ্ট করে খেলেছে, তাই নগদ উল্লাস তাদের প্রাপ্য। যদি কোন কারনে বাংলাদেশ ১ডে সিরিজ পরাজিত হয় তবে বাংলাদেশ কি আজকের বাংলাওয়াশের আনন্দ সেদিন করতে পারবে? তাই সবকিছু নিয়ে রাজনীতি না করে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নেবার ব্যবস্থা করতে হবে।

সাবাশ বাংলাদেশ!

বিষয়: রাজনীতি

১০৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File