¤ শরিয়ত এর দৃষ্টিতে গান - বাজনার হুকুম কী
লিখেছেন লিখেছেন কাজী আবু নাবিল ০২ ডিসেম্বর, ২০১৪, ০২:২০:০৭ রাত
“এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং উহাকে(আল্ল াহর পথ) নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এদের জন্যে রয়েছে অবমাননাকর শাস্তি”। [৩১-৬] ¤ চলুন দেখি তাফসির-কার কগণ কি বলেন এই আয়াতটির তাফসিরেঃ: ১/ আল্লাহর কসম! এর অর্থ গান-বাজনা- -আব্দ ুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) ২/ এই আয়াতটি গান এবং তার যন্ত্রাদির নিন্দায় অবতির্ন হয়েছে।--হা সান বসরি (রঃ) ৩/ এর অর্থ গান বাজনা--আল্ লামা কুরতুবি (রঃ) ৪/ এর অর্থ গান-বাজনা, ঢোল ইত্যাদি--আ ল্লাম া ইবনে কাসির (রঃ) ৫/ প্রত্যেক ঐ জিনিস যা মানুষকে আল্লাহর স্মরন হতে বিরত রাখে এবং অন্যমনষ্ক করে রাখে,যেমনঃ -গান- বাজনা/খেলা ধুলা ইত্যাদি--- আল্লা মা ইবনুল কাইয়ুম (রঃ) * বারা বিন মালিক (রাঃ) ছিলেন মধুর সুরের অধিকারী মানুষ। কোন এক সফরে রাসুল (সাঃ) এর সাথে তিনি (রজয়) বিশেষ ধরনের গান গেয়ে ঊটের রশি ধরে টেনে নিয়ে যাওয়ার কাজ করছিলেন। একবার এইধরনের গান গাইতে গাইতে মহিলাদের নিকটে এসে পৌছলেন। তখন নবী করীম (সাঃ) বললেন,"কাচ ের মতন লাজুক নারী-জাতি থেকে বেচে থাক,তোমার গান বন্ধ কর।"তিনি চট করে গান বন্ধ করলেন। ইমাম হাকীম (রঃ) বলেন,রাসুল (সাঃ) এটা অপছন্দ করলেন যে মহিলারা তার গানের আওয়াজ শুনুক।---( হাকীম /জাহাবি-হা দিসটি সহিহ) * রাসুল (সাঃ) বলেন,যে গানের মজলিশে বসে গান শুনবে আল্লাহ কিয়ামতের দিন তার কানে গলিত শিশা ঢেলে দেবেন---(ত ারবান ি) * গান অন্তরে এমন মুনাফেকি স্মৃষ্টি করে,যেমন পানি ফসলকে সুফলা করে---(বায় হাকি) * রাসুল (সাঃ) বলেন,আমি গান-বাজনার যন্ত্রাদি ভাঙ্গার জন্যে প্রেরিত হয়েছি--(না য়উল আওতার)
বিষয়: বিবিধ
১৪৯৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন