অপেক্ষা
লিখেছেন লিখেছেন শয়নে তুমি স্বপনে তুমি ২১ নভেম্বর, ২০১৪, ০৩:৫৭:৫৩ দুপুর
- স্যার একটা কথা জিজ্ঞেস করি?
- হুঁ
- আপনি এত ক্যান্ডেল দিয়ে কি করেন?
- কই?
- এই যে প্রতিদিন একটা করে ক্যান্ডেল নিচ্ছেন।
- আপনাকে দেখার জন্য ক্যান্ডেল কিনি।
- স্যরি, বুঝলাম না স্যার।
- মানে আমি আপনাকে দেখার জন্য প্রতিদিন এখানে আসি।
প্রায় একবছর যাবৎ এ গিফটশপ থেকে প্রতিদিন একটা করে ক্যান্ডেল কিনছে শুভ্র। প্রতিদিনই একবার করে সবগুলো মোমের দাম জিজ্ঞেস করে। মেয়েটাও সেই একই ভঙ্গিতে দাম বলতে থাকে। কখনোই বিরক্ত হয় না। পাঁচ মিনিটের কথোপকথন, তারপর একটা মোম নিয়ে বাসায় চলে যায় শুভ্র।
কিন্তু সেদিন মেয়েটা রেগে গেলো। কখনো তো রাগে না, সেদিন
রাগলো...
কিছু বলছিলো না, তবে শুকনো মুখ দেখেই ব্যাপারটা বোঝা গেলো। পরের দুদিন শুভ্র ক্যান্ডেল কিনতে গেলে মেয়েটা আর
সামনে আসে না। আড়ালে গিয়ে অন্য একজনকে পাঠিয়ে দেয়।
ব্যাপারটা খারাপ লাগলো শুভ্রর কাছে। লজ্জাবোধের সাথে অস্বস্তিবোধ মেশালে যেমন খারাপ লাগে, ঠিক তেমন খারাপ...
পরদিন থেকে ওই গিফটশপে আর দেখা গেলো না শুভ্রকে। এই
একবছরের তিনশ পয়ষট্টিটা মোম জ্বালিয়ে শেষ করতে করতে কোনো এক নতুন অধ্যায়ের সুচনা ঘটেও যেতে পারে। এখন সেই সময়টার অপেক্ষা। জীবন তো আর থেমে থাকে না...
সংগৃহীত
বিষয়: বিবিধ
৯৬৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন