মেঘের সাথে মোলাকাত : অবিশ্বাস্য হলেও সত্য
লিখেছেন লিখেছেন এ্যাডভোকেট আব্দুল্লাহ মারজান ২৮ নভেম্বর, ২০১৪, ০৪:৫৬:৩১ বিকাল
মহান রাব্বুল আলামিন এর অপার সৃষ্টির সৌন্দর্যের বর্ণনা কখনোই শেষ করা যাবে না, আমি ছোটবেলায় খুবই কৌতূহলী ছিলাম মেঘরাশি কী অপরূপ ভাবে তাড়া করে ছুটাছুটি করছে যেন এক লুকোচুরি খেলা, তখন আমার খুব ইচ্ছে হত যদিনা মেঘ কে একটু ছোঁয়া যেত।বড় হয়ে যখন আকাশে উড়লাম বিমানে করে তখন মনে হচ্ছিল এই বুঝি মেঘ কে ছুঁয়ে দেখবো কিন্তু তা সম্বভ হয়ে উঠেনি বিমানের বদ্ধ খাঁচায় আবদ্ধ থাকার দরুন। দীর্ঘ প্রতিখ্খার পর যখন মালয়েশিয়ায় সমতল থেকে ৫৭১০ ফিট উপরে অবস্থিত গেনতিং হাইল্যান্ডে উঠতে লাগলাম ৩.৩৮ কিঃমিঃ দীর্ঘ ক্যাবল কার দিয়ে, তখনি মেঘমালা ক্যাবল কার এর জানালা দিয়ে আমাদের গায়ে শীতল ছোঁয়ার পরশ ভুলিয়ে দিল যা অবিশ্বাস্য হলেও নিদারুন সত্য। অবাক করার বিষয় হলো মেঘমালা অনেকটা ঘন কুয়াশার মতোই। পরিশেষে বলতেই হবে মহান আল্লাহর মহামহিম নিদর্শন দেখে মস্তকঅঅবনত চিত্তে সিজদায় লুটিয়ে পড়লেও শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না।
বিষয়: বিবিধ
১৫৮৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১টা ছবি দিলে আর্ড়ো ভাল্লাগতোহ...
মন্তব্য করতে লগইন করুন