মালালা-তসলিমা তত্ত্ব
লিখেছেন লিখেছেন আবদুল্লাহ মাহমুদ ১৭ নভেম্বর, ২০১৪, ০২:৩৪:৪১ দুপুর
যখন একটা ছাত্রীকে বেশীদিন, পড়াশোনা বা উচ্চশিক্ষা গ্রহনে পরিবার বারন করে, তখনই মালালা আর তাসলিমাদের আবির্ভাব হয়, প্রতিবাদ জানায়, মুসলমাদের বিরুদ্ধে আঙ্গুল তুলে ধরে, নোবেল পায়, মুসলমানদের নামে জঙ্গী ট্যাগ দেয়া হয়। আর যখনই উচ্চশিক্ষা গ্রহন করতে গিয়ে যৌন নির্যাতনের শিকার হয়, তখন মালালা আর তাসলিমাগন হারিয়ে যায়, কোথায় যেন ? পরিমলদের
নিচে শুয়ে উচ্চশিক্ষার সার্টিফিকেট মিললেও, গর্ভবতী হতে পারলেও, নারী স্বাধীনতা আমি বোধকরি মিলে না। মালালা আর তাসলিমাগন নারীকে উচ্চ শিক্ষার সুযোগ দিবে, আর ছিনিয়ে নিবে সতীত্ব, নারীকে বানাবে ভোগের সামগ্রী। পার্থক্য একটাই, আগে নারীকে বলা হত অশিক্ষিত বলেই তারা পরাধীন, আর এখন কি বলা উচিত? শিক্ষিত হলে বেশ্যাগিরিও সম্মানজনক। ???
এই জায়গায় আমি মালালা খুজে পাই না। শুধু দেখি লালা । কামুকতার লালা। উচ্চশিক্ষা নারীরাও গ্রহন করবে, তবে অবশ্যই তাদের নিরাপত্তা নিশ্চিত করে। আর এখানে ইসলামের বিকল্প কোন পন্থা অভিয়াসলি ব্যর্থ।
এখানে কিছু কথা আমার বন্ধুর
বিষয়: বিবিধ
১১২২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন