শায়খ মুযাফফর বিন মহসিন সম্পর্কে প্রচারিত মিথ্যা সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ !!!
লিখেছেন লিখেছেন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ ১০ নভেম্বর, ২০১৪, ০২:৪৯:৫৬ দুপুর
প্রতিবাদ বিজ্ঞপ্তি
অদ্য ৯ নভেম্বর রবিবার চ্যানেল আই -এর ভাষ্যকার নূরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় সন্দেহজনক ভাবে মুযাফফর বিন মুহসিনকে গ্রেফতার এবং তাকে ‘আনসারুল্লাহ বাংলা টিমে’র নেতা বলে বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ফলাও করে প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুর রশীদ আখতার। এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, মুযাফফর বিন মুহসিন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ও সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি। বিগত দুই সেশন তিনি এই সংগঠনের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। কথিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সাথে তার কোনরূপ সম্পর্ক নেই। অনুরূপভাবে ফারূকী হত্যার সাথেও তার দূরতম কোন সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন, ষড়যন্ত্রমূলকভাবে তাকে গত শুক্রবার বাদ জুম‘আ ঢাকার মুহাম্মাদপুর আল-আমীন জামে মসজিদ থেকে জিজ্ঞাসাবাদের নামে ডিবি পুলিশ নিয়ে যায়। অতঃপর দুই দিন ডিবি কার্যালয়ে আটকে রেখে অদ্য ডাহা মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান করা হয়। তিনি সরকারের নিকটে অনতিবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবী করেন।
বেলালুদ্দীন
দফতর সম্পাদক
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ
বিষয়: বিবিধ
১৩০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন